The Our Don Don Entertainment,Don News গৃহকর্মি নির্যাতন মামলায় অভিনেত্রি একার জামিন

গৃহকর্মি নির্যাতন মামলায় অভিনেত্রি একার জামিন




ডন প্রতিবেদন : গৃহকর্মিকে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রি একা।

রবিবার (২২ আগস্ট) মহানগর হাকিম মামুনুর রশীদ তার জামিন আদেশ দেন।

এর আগে মাদক মামলায়ও জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নাই।

আদালতের নিবন্ধন কর্মকর্তা পুলিশের সহকারি উপপরিদর্শক তোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

গত ৩১ জুলাই রাজধানির হাতিরঝিল এলাকায় একার বাসা থেকে তাঁকে আটক করে পুলিশ।

আরও পড়ুন :   উপমহাদেশের কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

ওইদিন বিকেলে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে গৃহকর্মীকে উদ্ধার করে এবং চিত্রনায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসে।

ওই গৃহকর্মির পরিবারের উদ্ধৃতি দিয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম জানিয়েছিলেন, নির্যাতনের শিকার গৃহকর্মীকে হাতে ও মাথায় ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে।

গৃহকর্মির স্বামী রফিকুল ইসলাম জানিয়েছিলেন, তাঁর স্ত্রী একাসহ ওই এলাকার কয়েকটি বাড়িতে গৃহকর্মি হিসেবে কাজ করেন। তিনি বিকেলে একার বাড়িতে কাজ করতেন। কিন্তু, অভিনেত্রী ৩১ জুলাই সকালে তার বাড়িতে ডাকেন। সেখানে পৌঁছানোর সঙ্গেসঙ্গে তাঁকে সারাদিন তাঁর জন্য কাজ করতে বলেন একা।

আরও পড়ুন :   জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি : চিড়েচ্যাপটা সাধারণ মানুষ

রফিকুল ইসলাম দাবি করেন, ‘আমার স্ত্রী সারাদিন কাজ করতে অস্বিকার করে বলেছিলো, আমাকে অন্য বাড়িতেও যেতে হবে।’

আরও পড়ুন :   ‘পাঠান’ নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদি : বিজেপির কর্মীদের যে নির্দেশ দিলেন

‘তিনি এক মাসের বেতন দিলেও দুই মাসের পাঁচ হাজার টাকা বাকি ছিলো। সেই টাকা চাওয়ায় ইট দিয়ে আমার স্ত্রীর বাম হাতে ও মাথায় আঘাত করে।’

একাকে গ্রেপ্তারের পর হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক জানান, একার বাড়িতে অভিযানে পাঁচ পিস ইয়াবা, কিছু গাঁজা ও অর্ধেক বোতল মদ উদ্ধার করা হয়েছে।

এর প্রেক্ষিতে একার নামে গৃহকর্মির ওপর নির্যাতন এবং মাদক রাখার অপরাধে দুটি মামলা হয়।

About Author

Leave a Reply

Related Post

৬ ফেব্রুয়ারি : ভারতরত্ন সম্মানে ভূষিত হন লতা মঙ্গেশকর।৬ ফেব্রুয়ারি : ভারতরত্ন সম্মানে ভূষিত হন লতা মঙ্গেশকর।



ডন প্রতিবেদন : আজ ৬ ফেব্রুয়ারি। আজকের দিনটি গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩৭তম দিন। এ হিসাবে, বছরটি শেষ হতে আরও ৩২৮ দিন বাকি রয়েছে। আজকের দিনে ভারতরত্ন সম্মানে ভূষিত হন

হিমু ও মিসির আলীর স্রষ্টা হ‌ুমায়ূন আহমেদের জন্মদিনে শুভেচ্ছা : নুহাশপল্লীতে নানা আয়োজনহিমু ও মিসির আলীর স্রষ্টা হ‌ুমায়ূন আহমেদের জন্মদিনে শুভেচ্ছা : নুহাশপল্লীতে নানা আয়োজন



ডন প্রতিবেদন : নন্দিত কথা সাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন আজ- ১৩ নভেম্বর (শনিবার)। ১৯৪৮ সালের এইদিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর ডাক নাম ছিলো কাজল।

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X