The Our Don Crime,Don Education,Don Special,Don Transportation হাফ ভাড়া দিতে গিয়ে হেনস্তার শিকার জাবি ছাত্রী। বাস আটক।

হাফ ভাড়া দিতে গিয়ে হেনস্তার শিকার জাবি ছাত্রী। বাস আটক।




ডন সংবাদদাতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : হাফ ভাড়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত ইতিহাস পরিবহনের একটি বাস আটক করে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ছাড়া ইতিহাস পরিবহন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়ে জড়িতদের ধরিয়ে দিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেই জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে মিরপুর টু চন্দ্রাগামী ইতিহাস পরিবহন সার্ভিসের সব বাস আটকে দিয়ে প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত সাধারণ শিক্ষার্থী। দিনভর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিহাস পরিবহনের বাসগুলো আটকাতে থাকেন।

আরও পড়ুন :   রূপপুর বিদ্যুকেন্দ্রের জন্য মোংলায় এলো রাশিয়ার জাহাজ।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (২৩ নভেম্বর) দুই বান্ধবীসহ দুপুরে ক্যাম্পাস থেকে মিরপুর যাওয়ার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফোরমেশন টেকনোলজির (আইআইটি) ৪৮তম ব্যাচের এক শিক্ষার্থী হেনস্থার শিকার হন। এ সময় পথে ইতিহাস বাসের চালকের সহযোগীরসঙ্গে হাফ ভাড়া দেওয়া নিয়ে বাকবিতণ্ডা হয় তাঁদের। সঙ্গেরদুজন মিরপুর-২ ও মিরপুর ১০ এ নেমে যায়। এরপর বাস মিরপুর-১৩ গেলে বাসচালক সবাইকে নেমে যেতে বলে। ওই শিক্ষার্থী বাসের পেছনের দিকে বসায় সবার শেষে নামতে গেলে চালকের সহযোগী বাসের দরজা লাগিয়ে দেন। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী ৯৯৯ এ কল দেওয়ার চেষ্টা করলে এবং কাফরুল থানায় বড় ভাই আছে জানালে তাঁরা দরজা খুলে দেন। নেমে যাওয়ার পরপরই দ্রুত গতিতে ওই স্থান ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন :   সহজ ম্যাচ কঠিন করে জিতলো কুমিল্লা।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ ফিরোজ উল হাসান বাংলা কাগজ এবং ডনকে বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এ বিষয়ে মামলার প্রস্তুতি গ্রহণ করছে। ওই বাসের কর্তৃপক্ষ লিখিত দিয়েছেন ঘটনারসঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে সহযোগিতা করবেন। শিক্ষার্থীদের অন্যান্য যেসব দাবি ছিলো (হাফ ভাড়া, হয়রানি বন্ধ) সেগুলোও মেনে নিয়েছেন। বাসগুলো ছেড়ে দেবে শিক্ষার্থীরা।’

About Author

Leave a Reply

Related Post

বাড়তে পারে যেসব পণ্যের দাম।বাড়তে পারে যেসব পণ্যের দাম।

0 Comments ">6:07 PM


ডন প্রতিবেদন : আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায়

ছাদখোলা বাসে চোট পেলেন ঋতুপর্ণা : লাগলো তিন সেলাই!ছাদখোলা বাসে চোট পেলেন ঋতুপর্ণা : লাগলো তিন সেলাই!



ডন প্রতিবেদন : মেয়েদের আনন্দযাত্রার মধ্যেই একটা দুঃসংবাদ! ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার পথে চোট পেয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। কপালে তিনটি সেলাই

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X