The Our Don Don Day,Don Intelligence Agencies and Other Forces,Don Special,Don World বিদায় ২০২১ ও শুভ ২০২২।

বিদায় ২০২১ ও শুভ ২০২২।




ডন প্রতিবেদন : আর মাত্র কয়েক ঘণ্টা। মাঝরাত থেকেই সময়টা নতুন বছরের। নতুন সূর্য উঁকি দেবে পুরাতনের গ্লানি ভুলে। সবমিলে হাসি-কান্না, আনন্দ-বেদনায় কেটে যাচ্ছে আরও একটি বছর। বিদায় নিচ্ছে ২০২১। আর শুভাগমন হচ্ছে ২০২২ এর।

সার্বিকভাবে অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো আলোকিত হোক আরও বেশি। পতন পেরিয়ে উত্থানই হোক জীবনের সঙ্গী।

আরও পড়ুন :   ঢাবিতে ছাত্রদলের এক কর্মীকে পেটালো ছাত্রলীগ।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ এবং বিশ্বজুড়ে করোনা মহামারিসহ নানা কারণে আলোচিত-সমালোচিত ২০২১ বিদায় নিচ্ছে। পাশাপাশি পদ্মা সেতু, মেট্রোরেলের মতো প্রকল্প চালু হওয়াসহ নানা কারণে ২০২২ সাল খুবই গুরুত্বপূর্ণ। নতুন বছরের অগ্রগতির পথে সব জটিলতা দূর হবে- এমনটাই প্রত্যাশা সবার। পাশাপাশি প্রত্যাশা, মহামারির ধাক্কা সামলে নিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাবো আমরা।

আরও পড়ুন :   জঙ্গিনেতা উজ্জ্বল : ৩ বছর জেলে ও ১৪ বছর ছদ্মনামে ছদ্মবেশে

রাজনৈতিক যোগ-বিয়োগ, ধর্মীয় সম্প্রীতি-সহিংসতা, আন্তর্জাতিক শুভ-মন্দ দৃষ্টি নিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে এখন শক্ত অবস্থানে বাংলাদেশ। ফলে আমরা আমরা সহজেই দমে যাচ্ছি না।

আরও পড়ুন :   রানী এলিজাবেথের স্মৃতি উজ্জ্বল রাখার জন্য কমনওয়েলথের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।

কবির ভাষায়, ‘রূপ রস ও গন্ধময়,/ পৃথিবী হতে বিদায় লয়,/ পুরাতন বর্ষ শেষ হয়।’ সবমিলিয়ে পুরাতনকে হাসিমুখেই বিদায় দিতে প্রস্তুত বাংলাদেশ। প্রস্তুত শেষ রজনী উদ্‌যাপনে। স্বাগত জানাবো নতুন সূর্যকে। বাংলার সর্বস্তরের মানুষের জন্য শুভময় সফলতম বছর আসুক- এমন শুভ কামনা সবার জন্য।

শুভ ২০২২।

About Author

Leave a Reply

Related Post

প্রধানমন্ত্রী : কিছু র‌্যাব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ অত্যন্ত গর্হিত কাজ।প্রধানমন্ত্রী : কিছু র‌্যাব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ অত্যন্ত গর্হিত কাজ।

0 Comments ">4:01 PM


বাসস : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে র‌্যাব গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোনও কারণ ছাড়াই এ বাহিনীর কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ অত্যন্ত

পেলে যে কারণে সর্বকালের সেরাপেলে যে কারণে সর্বকালের সেরা



নিজস্ব প্রতিবেদন, ডন : সাও পাওলোর দারিদ্রপীড়িত বস্তিতে তাঁর জন্ম। সেখানকার রাস্তায় মোজা মুড়িয়ে বল বানিয়ে কিংবা জাম্বুরা দিয়ে ফুটবল খেলতেন। ঠিক খেলতেন নয়, খেলার পাশাপাশি জাদুকরি সব মুহূর্তের জন্ম

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X