The Our Don Don Health,Don Intelligence Agencies and Other Forces,Don Special,Don Sports,Don Tourism স্বাস্থ্যমন্ত্রী : মেলা-বিপিএল যেখানেই যাক- টিকার সনদ দেখাতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী : মেলা-বিপিএল যেখানেই যাক- টিকার সনদ দেখাতে হবে।




ডন প্রতিবেদন : বাণিজ্য মেলা, পর্যটনকেন্দ্র, বিপিএল খেলাসহ সবকিছু চালু রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যেখানেই যাক টিকার সনদ দেখাতে হবে। এর বাইরে যাওয়া সম্ভব নয়। এটাই সব ক্ষেত্রে প্রযোজ্য হবে।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধসহ জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ না করাসহ আরও বিধিনিষেধ রয়েছে নির্দেশনায়।

আরও পড়ুন :   ৩ নম্বর সতর্ক সঙ্কেত সমুদ্রবন্দরে।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব বিষয়ে কথা বলেন।

টিকা সনদের বিষয়ে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ দৃশ্যমান নয় জানানো হলে মন্ত্রী বলেন, ‘প্রশাসনকে আরও কঠিনভাবে বলছি, বলব, যাতে এ বিষয়ে বেশি নজরদারি করে। তবে দায়িত্বটা নিজেদের। যারা বাইরে ঘুরি, খাই, বেড়াতে যাই, এ সময় এগুলো কম করলেই হয়।’

আরও পড়ুন :   Argentina win

দেশের ৭০ শতাংশ, অর্থাৎ সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১৫ কোটি ১০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ২৪ লাখ আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ৮০ লাখ। হাতে আরও প্রায় ৯ কোটি টিকা আছে। প্রত্যেকেই টিকা পাবেন। জনসন অ্যান্ড জনসনের ৩ লাখ ৩৭ হাজার টিকাও হাতে বলে জানান তিনি।

আরও পড়ুন :   মন্ত্রীর কাছে গীতিকবির খোলা চিঠি।

সরকার ঘোষিত বিধিনিষেধ জনগণকে মেনে চলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘জনগণ নিয়ম মানলে সব সম্ভব। জনগণের ইচ্ছার ওপর নির্ভর করে আমরা কত দ্রুত এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব। নিজের সুরক্ষার জন্য, পরিবারের জন্য বিধিনিষেধ পালন করা প্রয়োজন। অর্থনীতি চলমান রাখতে হলে সংক্রমণের লাগাম টেনে ধরতে হবে। এটা কখনোই সরকার একা পারবে না। সরকার নিয়ম–আইন করতে পারে, কিন্তু সেটা মানার দায়িত্ব জনগণের।’

About Author

Leave a Reply

Related Post

শেখ হাসিনা’র নিবন্ধ : সরকারের দ্রুত পদক্ষেপে করোনা বড় ধরনের ক্ষতি করতে পারে নি।শেখ হাসিনা’র নিবন্ধ : সরকারের দ্রুত পদক্ষেপে করোনা বড় ধরনের ক্ষতি করতে পারে নি।



ডন প্রতিবেদন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বাধিক ঝুঁকিতে থাকা মানুষ ও ব্যবসা সুরক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপের কারণে কোভিড-১৯ মহামারি তাঁর দেশে বড় ধরনের ক্ষতি করতে পারে নি। তিনি স্থানীয়

বিশ্ব রক্তদাতা দিবস আজ।বিশ্ব রক্তদাতা দিবস আজ।

0 Comments ">3:37 PM


ডন প্রতিবেদন : রক্ত দিন, বাঁচান একটি প্রাণ- স্বেচ্ছায় রক্তদান অত্যন্ত মহৎ কাজ। চিকিৎসাসহ বিভিন্ন কাজে রক্তের হয় প্রয়োজন হয়। সময়ে রক্ত এতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠে যে, এ ছাড়া রোগীকে

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X