সেরা সুনিল নারাইন।




ডন প্রতিবেদন : এর আগের ম্যাচে বরিশালেরসঙ্গে তেমন ভালো করতে পারেন নি নারাইন। কিন্তু ফাইনালে জ্বলে উঠলেন ঠিকই।

এক্ষেত্রে ব্যাট হাতে প্রথমে ঝড় তুললেন। পরে বল হাতে দেখালেন ঘূর্ণি। তাইতো বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালের নায়ক কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারাইন।

আরও পড়ুন :   শাল্লায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

সবমিলিয়ে ম্যাচ সেরার পুরস্কারটি জিতেছেন তিনিই।

আগে ব্যাট করতে নেমে কুমিল্লা ৯ উইকেটে করে ১৫১ রান। এরমধ্যে সুনীল নারাইনই করেন ৫৭ রান (২৩)। এক্ষেত্রে সমান পাঁচটি করে চার ও ছক্কা ছিলো তাঁর ইনিংসে।

আরও পড়ুন :   নাসা ছাড়লো কৃষ্ণগহ্বরের গানের রিমিক্স।

এদিকে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দারুণ নারাইন। গুরুত্বপূর্ণ সময়ে তিনি তুলে নেন দুই দুইটি উইকেট। এক্ষেত্রে তিনি বিদায় করে দেন স্বদেশি দুই ব্যাটারকে।

আরও পড়ুন :   ইসলামী ব্যাংক থেকে বেনামি ঋণের খোঁজে বাংলাদেশ ব্যাংক

প্রথমে ক্রিস গেইল, পরে ডুয়াইন ব্রাভো।

আবার ৪ ওভারে মেডেন না দিলেও রান দেন মাত্র ১৫।

ফলে সবচেয়ে ভালো ইকোনমি রেট ছিলো তাঁরই। ৩ দশিমক ৭৫।

About Author

Leave a Reply

Related Post

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধের ডাক ২৫ বিশিষ্ট নাগরিকেরসাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধের ডাক ২৫ বিশিষ্ট নাগরিকের



ডন প্রতিবেদন : দেশজুড়ে সাম্প্রদায়িক হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন লেখক, অধ্যাপক এবং মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয় ২৫ জন নাগরিক। সোমবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সাম্প্রদায়িক

পি কে হালদারকে ফেরাতে রুল শুনানির জন্য উঠছে আদালতে।পি কে হালদারকে ফেরাতে রুল শুনানির জন্য উঠছে আদালতে।

0 Comments ">8:59 PM


ডন প্রতিবেদন : এনআরবি (নন-রেসিডেন্ট বাংলাদেশিজ) গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেপ্তারের তথ্য আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার (১৬ মে) বিচারপতি মো. নজরুল

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X