The Our Don Don Division,Don Intelligence Agencies and Other Forces,Don Special পদ্মা ও মেঘনা বিভাগ বাস্তবায়নে দেরি হওয়ায় তৃণমূলে অসন্তোষ বাড়ছে।

পদ্মা ও মেঘনা বিভাগ বাস্তবায়নে দেরি হওয়ায় তৃণমূলে অসন্তোষ বাড়ছে।




ডন প্রতিবেদন : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পরও পদ্মা ও মেঘনা বিভাগ বাস্তবায়নে দেরি হওয়ায় তৃণমূলে অসন্তোষ দেখা দিচ্ছে। তৃণমূলের নেতারা বলছেন, এই দুই বিভাগ দ্রুততার সঙ্গেই বাস্তবায়ন করা উচিত।

জানা গেছে, ঢাকা বিভাগ ভেঙে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা নিয়ে পদ্মা নদীর নামানুসারে ‘পদ্মা’ নামে নতুন বিভাগ হচ্ছে। একইভাবে চট্টগ্রাম বিভাগ ভেঙে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয় জেলা নিয়ে মেঘনা নদীর নামানুসারে ‘মেঘনা’ নামে নতুন বিভাগ হচ্ছে। এই প্রথম দেশের প্রধান দুটি নদী পদ্মা-মেঘনার নামে নতুন দুটি বিভাগ হতে যাচ্ছে। প্রস্তাবিত পদ্মা বিভাগের সদর দপ্তর হবে ফরিদপুরে এবং মেঘনা বিভাগের সদর দপ্তর হবে কুমিল্লায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগ ভেঙে প্রস্তাবিত বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে পদ্মা নদীর নামানুসারে এ বিভাগ করার প্রস্তাব করা হয়েছে। ফরিদপুর জেলার আয়তন ২ হাজার ৭৩ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১৯ লাখ ৮৮ হাজার ৬৯৭ জন। গোপালগঞ্জ জেলার আয়তন ১ হাজার ৪৬৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১১ লাখ ৭২ হাজার ৪১৫ জন। রাজবাড়ীর আয়তন ১ হাজার ১১৮ দশমিক ৮০ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১০ লাখ ১৫ হাজার ৫১৯ জন। শরীয়তপুরের আয়তন ১ হাজার ৩৬৩ দশমিক ৭৬ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১১ লাখ ৫৫ হাজার ৮২৪ জন। মাদারীপুরের আয়তন ১ হাজার ১২৫ দশমিক ৬৯ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১২ লাখ ১২ হাজার ১৯৮ জন। ফলে পদ্মা বিভাগের মোট আয়তন হবে ৭ হাজার ১৪৯ দশমিক ৯৯ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা ৬৫ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। সাক্ষরতার হার ৪৮ দশমিক ৯ ভাগ।

আরও পড়ুন :   জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা। খুনি গ্রেপ্তার।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর ছয়টি জেলায় প্রায় ২ কোটি জনসংখ্যা রয়েছে। ওই ছয় জেলার আয়তন প্রায় ১৩ হাজার বর্গকিলোমিটার। যা ইতিমধ্যে প্রতিষ্ঠিত সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের চেয়ে জনসংখ্যা ও আয়তনের প্রায় দ্বিগুণ। কুমিল্লায় সরকারের প্রায় সব ধরনের প্রতিষ্ঠান রয়েছে। প্রশাসন বিকেন্দ্রীকরণের লক্ষ্যে কুমিল্লায় বিভাগ হলে ঢাকা ও চট্টগ্রামের ওপর জনগণের চাপ কমবে। ঢাকা শহরে বাড়তি লোকের চাপ হবে না। ফলে যানজটও কমে আসবে। ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী স্থানে কুমিল্লার অবস্থান। একটি পরিপূর্ণ আবাসিক জেলা হিসেবে কুমিল্লার সুনাম রয়েছে। রাজধানী ও বন্দরনগরের ওপর চাপ কমাতে এ শহর বেশ ভূমিকা রাখবে। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয় জেলার মধ্যবর্তী স্থানেও কুমিল্লার অবস্থান। ভৌগোলিক ও উন্নত যোগাযোগব্যবস্থার কারণে কুমিল্লা খুবই সমৃদ্ধ জনপদ। এ ছয় জেলার মানুষের সঙ্গে সড়ক, রেল ও নদীপথে যোগাযোগ অত্যন্ত মসৃণ। দাপ্তরিক বেশিরভাগ কাজেই ৬ জেলার মানুষ কুমিল্লায় জড়ো হন। এখানে দিনে এসে দিনে কাজ করে বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয়। আবার এই ৬ জেলার মানুষের আঞ্চলিক ভাষাও কাছাকাছি।

আরও পড়ুন :   পাকিস্তানকে হারিয়ে টি-২০’র বিশ্বজয়ী ইংল্যান্ড

তৃণমূলের নেতারা দাবি করে বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দ্রুততার সঙ্গেই বিভাগ দুটো বাস্তবায়ন করবে বলেই প্রত্যাশা তাঁদের। কারণ প্রথমত, গোপালগঞ্জ বঙ্গবন্ধুর বাড়ি, আর কুমিল্লা মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনে অনেক অবদান রেখেছে।

আরও পড়ুন :   চাষাবাদে নামছে লঙ্কান সেনাবাহিনী।

জানা গেছে, বৃহত্তর কুমিল্লার ৩ জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর এবং বৃহত্তর নোয়াখালীর ৩ জেলা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ মোট ৬ জেলা নিয়ে মেঘনা নদীর নামে ‘মেঘনা’ বিভাগ করার প্রস্তাব করা হয়েছে। এর সদর দপ্তর হবে কুমিল্লায়। তবে বিভাগ সংক্রান্ত গণশুনানিতে নোয়াখালীর নেতারা প্রস্তাবিত মেঘনা বিভাগে থাকার ব্যাপারে আপত্তি জানিয়েছেন। অন্যদিকে কুমিল্লার সর্বস্তরের জনগণ তাঁদের বিভাগের নাম কুমিল্লা নামেই করার জন্য প্রধানমন্ত্রীর কাছে একাধিকবার অনুরোধ করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্মতি দেন নি। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় কোনও জেলার নামে নয়, নতুন দুটি বিভাগ পদ্মা ও মেঘনা নদীর নামেই হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About Author

Leave a Reply

Related Post

নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তাকারী সেই নারী র‌্যাবের হাতে গ্রেপ্তার।নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তাকারী সেই নারী র‌্যাবের হাতে গ্রেপ্তার।

0 Comments ">2:56 PM


ডন সংবাদদাতা, নরসিংদী : নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তাকারী সেই নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৯) দিবাগত রাত তিনটার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে

সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে।সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে।



ডন প্রতিবেদন : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) জন্য বিচারিক রায়ের কপিসহ নথিপত্র আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছেছে। সুপ্রিম

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X