The Our Don Don Cumilla City Corporation Election 2022,Don Election,Don Election Commission,Don Intelligence Agencies and Other Forces,Don Special কায়সার : দেখা যাক কী হয়, তবে আমি জয়ী হবো।

কায়সার : দেখা যাক কী হয়, তবে আমি জয়ী হবো।




ডন প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেছেন, দেখা যাক কী হয়, তবে আমি জয়ী হবো।

বুধবার (১৫ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরেই নিজের কেন্দ্র ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের পদ্মা ভবনে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন ঘোড়া প্রতীকের প্রার্থী।

ইভিএমে নিজের ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, ‘সবেমাত্র একটি কেন্দ্রে গিয়েছি। তবে বয়ষ্কদের তো ইভিএম নিয়ে সমস্যা হয় আর ভোটগ্রহণ স্লো হয়, দেখা যাক…।’

আরও পড়ুন :   কর্মসূচি প্রত্যাহার করবেন না- শাবিপ্রবির অনশনকারীরা অটল।

ভোটারদের কেন্দ্রে আসার গতি ভালো জানিয়ে কায়সার নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন।

ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি পরিবর্তনের যে স্বপ্ন দেখেছি, যে অঙ্গীকার করেছি, আমি বিশ্বাস করি, তাদেরকে ভোটকেন্দ্রে আসার জন্য, আমি বেশি উদ্বুদ্ধ করেছি। আমার দেখানো স্বপ্নে তাঁরা কেন্দ্রে এসেছেন। ভোটাররা যাঁরা কেন্দ্রে আসছেন, আমি বিশ্বাস করি তাঁরা পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছেন। জয় আমারই হবে।’

এক কক্ষে দুটি এলাকা হওয়া সত্ত্বেও দুজন পোলিং এজেন্ট থাকতে না দিয়ে একজন পোলিং এজেন্ট থাকতে দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। বলেন, তবে প্রথম নৌকার দুজন এজেন্ট দেওয়া হলেও আপত্তি জানানোর পর একজন করেছে।

আরও পড়ুন :   PM emphasises nature-based solution for sustainable development.

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরই তিনি দলীয় সমর্থকদের নিয়ে কেন্দ্র পরিদর্শনে বেরিয়ে যান।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এদিন সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ নগরীর ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

সোয়া দুই লাখেরও বেশি ভোটারের এ নগরে ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। আর এবারই প্রথম সব কেন্দ্র ও ভোট কক্ষে রয়েছে সিসি ক্যামেরা।

আরও পড়ুন :   বগুড়ায় শিশু বাউল শিল্পীকে মাথা ন্যাড়া করে মারধর! : গ্রেপ্তার ৩

মেয়র পদের পাঁচ প্রার্থীর মধ্যে আলোচনা মূলত তিনজনকে ঘিরে। আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছে গত দুইবারের মেয়র বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। পাশাপাশি বিএনপি থেকে বহিষ্কৃত আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারও নির্বাচন করছেন। ফলে বিএনপির ভোট দুইভাগে ভাগ হওয়ার কথাই বলেছেন বিশ্লেষকেরা। যেখানে আওয়ামী লীগের রিফাত ভালো করার কথাই বলছেন তাঁরা।

About Author

Leave a Reply

Related Post

রেললাইনের পাশে ব্যাগে মিললো নবজাতক।রেললাইনের পাশে ব্যাগে মিললো নবজাতক।



ডন সংবাদদাতা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়ার গ্রামে রেললাইনের পাশে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলার কৃষ্ণদিয়ার

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান নবনির্বাচিত সাংসদ ডা. প্রাণ গোপাল দত্তজনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান নবনির্বাচিত সাংসদ ডা. প্রাণ গোপাল দত্ত



ডন প্রতিবেদক, চান্দিনা (কুমিল্লা) : সদ্য নির্বাচিত সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, যে কোনও উপায়ে চান্দিনা উপজেলাবাসির শতভাগ

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X