রপ্তানি আয়ে রেকর্ড।

0 Comments 12:41 AM



ডন প্রতিবেদন : সদ্য সমাপ্ত অর্থবছরে দেশে রপ্তানি আয়ে রেকর্ডের সৃষ্টি হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরে ৫২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রোববার (৩ জুলাই) এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

আরও পড়ুন :   হাফ পাসের আন্দোলনে হামলা।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে ৫ হাজার ২০৮ কোটি ৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের চেয়ে যা ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি।

আরও পড়ুন :   ৩ মার্চ : বঙ্গবন্ধুর আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু ও ‘আমার সোনার বাংলা’ জাতীয় সঙ্গীত হয়।

এক্ষেত্রে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিলো ৪ হাজার ৩৫০ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৯ দশমিক ৭৩ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিলো ৩ হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলার।

আরও পড়ুন :   পূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ

গত অর্থবছরে প্রধান পণ্য তৈরি পোশাকের রপ্তানি আয় বেড়েছে ৩৫ শতাংশেরও বেশি। এদিকে অর্থবছরের শেষ মাস জুনে একক মাসে রপ্তানি বেড়েছে ৩৭ শতাংশ।

About Author

Leave a Reply

Related Post

অগ্রণী ব্যাংকের জরিমানা মওকুফের আবেদন নাকচ।অগ্রণী ব্যাংকের জরিমানা মওকুফের আবেদন নাকচ।

0 Comments ">12:32 AM


ডন প্রতিবেদন : সিআইবি (ঋণ খেলাপি তথ্য সংক্রান্ত ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্টে গ্রাহকের খেলাপি ঋণের তথ্য গোপন করেছিলো অগ্রণী ব্যাংক। এজন্য ব্যাংকটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এই জরিমানা

ঢাকায় বৈঠকে বসেছেন বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিবেরা।ঢাকায় বৈঠকে বসেছেন বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিবেরা।



ডন প্রতিবেদন : ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনেরসঙ্গে আলোচনায় বসেছেন। আজ দুপুর ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দুই

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X