The Our Don Crime,Don Intelligence Agencies and Other Forces,Don Special,Don World জি এম কাদের : ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে।

জি এম কাদের : ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে।




ডন প্রতিবেদন : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে। দেশের ঋণের পরিমাণ ১৬ লাখ কোটি টাকা। আগামীতে সুদসহ এই ঋণ পরিশোধ করতে হবে। তখন দেশের অবস্থা ভয়াবহ হতে পারে।’

আরও পড়ুন :   PM: AL never forgets freedom fighters’ contribution

 শুক্রবার (১৫ জুলাই) বিকেলে জুরাইন রেলগেটে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত দলের প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জি এম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে অনেক মিল। করোনাকালে পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কার। আবার ১০ বছর গৃহযুদ্ধ করেও দেউলিয়া হয় নি শ্রীলঙ্কা। শুধু ঋণের বোঝা টানতে গিয়ে দেউলিয়া হয়েছে। আবার শ্রীলঙ্কা ও বাংলাদেশে একই রাজনৈতিক বাস্তবতা। আর এ কারণেই বাংলাদেশে শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতি হতে পারে।’

আরও পড়ুন :   বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধ রাখার নির্দেশ।

আরও পড়ুন :   দুঃখজনক : তামিলনাড়ুর মন্দিরে বিদ্যুতায়িত হয়ে নিহত ১১।

তিনি বলেন, ‘দুটি দেশেই কোথাও জবাবদিহি নেই। এমন দেশের জন্য মুক্তিযুদ্ধ হয় নি। দেশের জন্য রাজা পেতে মুক্তিযুদ্ধে বীর শহিদরা জীবন দেন নি। মুক্তিযুদ্ধ হয়েছে জনগণের প্রতিনিধি পেতে, কিন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রতিনিধি পাই নি, পেয়েছি জনগণের রাজা।’

About Author

Leave a Reply

Related Post

কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত।কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত।



ডন প্রতিবেদন : কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সোহেল হত্যা মামলার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এই দুজন হলেন মো. সাব্বির হোসেন

দেশে পৌঁছালো সেরামের ১০ লাখ ডোজ টিকাদেশে পৌঁছালো সেরামের ১০ লাখ ডোজ টিকা



ডন প্রতিবেদন : দীর্ঘ ৭ মাসের অপেক্ষার পর দেশে পৌঁছালো ভারতের সেরাম ইনস্টিটিউটের ১০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা। শনিবার (৯ অক্টোবর) বিকেলে টিকার এই চালান ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X