The Our Don Don Intelligence Agencies and Other Forces,Don Social Media,Don Special ১৩ ফেসবুক ও ইউটিউব আইডির বিরুদ্ধে শাকিব খানের ম্যানেজারের জিডি

১৩ ফেসবুক ও ইউটিউব আইডির বিরুদ্ধে শাকিব খানের ম্যানেজারের জিডি




নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ : ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার এবং মানহানির অভিযোগ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছিলেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার ও মানহানিতে জড়িত সেই মহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ম্যানেজার মো. মনিরুজ্জামান। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে ঢাকার গুলশান থানায় শাকিব খানের পক্ষে মনিরুজ্জামানের করা সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১৩২৭। সাধারণ ডায়েরি করার বিষয়টি আজ শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে বাঙলার কাগজ ও ডনকে নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান।

সপ্তাহখানেক আগে শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন, ‘ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাঁদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। আর এসব ভুয়া বিষয়ের ওপর ভিত্তি করে কয়েক দিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে, তাঁদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’

আরও পড়ুন :   কমলাপুরে রনির অবস্থানের বিষয়ে খোঁজ নিতে বললেন আদালত।

শাকিব খানের পক্ষ থেকে এমন ঘোষণার সপ্তাহখানেক পরই আইনি পদক্ষেপের পথে হাঁটলেন তাঁর প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। ১৩টি ফেসবুক ও ইউটিউব আইডিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন তিনি। সাধারণ ডায়েরিতে মনিরুজ্জামান উল্লেখ করেছেন, ‘শাকিব খান একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনয়শিল্পী এবং দীর্ঘদিন ধরে সুনামের সহিত কাজ করছেন। কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে বেশ কিছু স্বার্থান্বেষীমহল ষড়যন্ত্রমূলক কাজ করে আসছে। তারা শাকিব খানের পেশাগত ও ব্যক্তিগত ক্ষতি সাধনের উদ্দেশ্যে তাঁর ব্যক্তিজীবনের কিছু তথ্য, স্থিরচিত্র ও ভিডিও চিত্র বিকৃত করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য সংযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করছে।’

আরও পড়ুন :   ডলারে কারসাজি : অবৈধ মানি চেঞ্জার বন্ধ ও ৩টির লাইসেন্স স্থগিত।

মনিরুজ্জামান এ–ও বলেছেন, ফেসবুক ও ইউটিউবে সংঘবদ্ধ কুচক্রী মহলের বেআইনি এবং মানহানিকর কর্মতৎপরতার কারণে আমাদের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর চলচ্চিত্র পেশার ভবিষ্যৎ এবং সামাজিক অবস্থান হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। উক্ত ব্যঙ্গাত্মক পোস্ট ভিডিওগুলোর কারণে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুমহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্তরা নানাভাবে আক্রান্ত হচ্ছেন। এসব বিষয়ে দেশের নানা জায়গায় কুচক্রী মহল ও তাঁর ভক্তকুলের মধ্যে পারস্পরিক মারামারিসহ নানাবিধ জটিলতার সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। উপরোক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে যেন মর্জি হয়।’

আরও পড়ুন :   পদ্মা সেতু নিয়ে জাতীয় সেমিনার শনিবার।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান বললেন, ‘বিভিন্ন ফেসবুক লিঙ্ক ও ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে একটা গ্রুপের অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের বিরুদ্ধে তাঁর ম্যানেজার মনিরুজ্জামান সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টা তো সাইবার অপরাধের আওতায় পড়ে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। পুরো বিষয়টি তদন্তাধীন।’

About Author

Leave a Reply

Related Post

যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশযেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ



ডন প্রতিবেদন : গতকাল (মঙ্গলবার : ২ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জমিয়ে তুলেছিলো শ্রীলঙ্কা। আচমকা এক ধস নামার আগে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। ২০ বলে দরকার ছিল ৩৫ রান।

লঞ্চের অগ্নিকাণ্ডে মৃত ২৯ জনের জানাজা সম্পন্ন।লঞ্চের অগ্নিকাণ্ডে মৃত ২৯ জনের জানাজা সম্পন্ন।



ডন প্রতিবেদক, বরিশাল : বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেওয়ারিশ ২৯ জনের জানাজা সম্পন্ন হয়েছ। আজ শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস-সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X