The Our Don Don Qatar World Cup 2022 আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে যে কারণে দেখা করেন নি মেসিরা

আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে যে কারণে দেখা করেন নি মেসিরা




নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ : বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করাই রেওয়াজ। কিন্তু কাতার বিশ্বকাপ জিতে দেশে ফিরে লিওনেল মেসি–দি মারিয়ারা আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের সঙ্গে দেখাই করেন নি। প্রেসিডেন্টের কার্যালয় থেকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে নিমন্ত্রণ করা হলেও মেসিরা সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যানই করেছেন।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট অবশ্য দেশের বিশ্বকাপ জয়ে দারুণ খুশি। দারুণ গর্বিত। তিনি আরও গর্বিত তাঁর সময় আর্জেন্টিনা কোপা আমেরিকা, বিশ্বকাপসহ তিনটি আন্তর্জাতিক শিরোপা জেতায়। ফার্নান্দেজ নিজেকে ‘প্রেসিডেন্ট অব থ্রি কাপ’ বলছেন বেশ গর্ব নিয়েই। তবে ৩৬ বছর পর আর্জেন্টিনা দল বিশ্বকাপ জিতেও প্রেসিডেন্ট ভবনে কেনো গেলো না, সেটি নিয়ে এখন চলছে নানা গুঞ্জন।

১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দল প্রেসিডেন্ট ভবনে গিয়েছিলো। সেখানে তাঁদের দেওয়া হয় সংবর্ধনা। দেশটির শীর্ষ ইংরেজি দৈনিক ‘বুয়েনস এইরেস টাইমস’ জানিয়েছে, রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার শঙ্কা থেকেই নাকি আর্জেন্টাইন ফুটবলাররা প্রেসিডেন্ট প্রাসাদে না গিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বকাপ শিরোপা উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও পড়ুন :   বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখবেন যেখানে

বিশ্বকাপ জিতেও আর্জেন্টাইন ফুটবলাররা প্রেসিডেন্ট ভবনে আসেন নি, এটি নিয়ে অবশ্য প্রেসিডেন্ট ফার্নান্দেজের কোনো খেদ নেই। একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন প্রেসিডেন্ট ভবনে এসে সংবর্ধনা নেওয়ার বিষয়টি নাকি দলের ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল, ‘প্রেসিডেন্ট কার্যালয় থেকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়ার কাছে আমন্ত্রণ গিয়েছিল “কাসা রোসাদায়” আসার। আসা, না আসাটা পুরোপুরি তাদের হাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। তারা আসে নি। এ নিয়ে কোনও সমস্যা নেই। ব্যাপারটি পুরোপুরি তাদেরই। আমি এতে কিছু মনে করি নি।’

এ নিয়ে জল্পনাকল্পনার কিছু নেই বলেই জানিয়েছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট, ‘আমি একজন ফুটবল-ভক্ত মানুষ। তাঁরা কেনো কাসা রোসাদায় আসে নি, সেটি নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আর্জেন্টাইন ফুটবল দল অন্যভাবে উদ্‌যাপন করতে চেয়েছে। আমি জানি, আমার সঙ্গে দেখা করা, না করাটা পুরোপুরিই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর ছেড়ে দেওয়া হয়েছিলো। কিন্তু তাঁদের সিদ্ধান্ত ছিলো ভিন্ন।’

আরও পড়ুন :   ট্রফি হাতে দেশে মেসি ও তাঁর সতীর্থরা

প্রেসিডেন্ট ভবন সব আয়োজনই করে রেখেছিলো। ভবনের বিখ্যাত ব্যালকনিতে দাঁড়িয়ে জনতার সামনে বিশ্বকাপ উঁচিয়ে ধরার আয়োজন ছিলো। কিন্তু সব আয়োজন শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে দল সেখানে যেতে না চাওয়ায়। দল কাতার থেকে দেশে ফেরার পরদিন বুয়েনস এইরেস শহরে বিশ্বকাপ জয় উদ্‌যাপনে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হয়েছিলো। প্রেসিডেন্ট ভবনের আয়োজন বাতিল হওয়ার আরেকটি কারণ সেটিও।

বিশ্বকাপ জয়ের গৌরবকে রাজনৈতিক রং দেওয়ার কোনো ইচ্ছা প্রেসিডেন্টের ছিলো না বলেও জানিয়েছে তাঁর কার্যালয়। এক বিবৃতিতে তারা বলেছে, প্রেসিডেন্টের ইচ্ছা ছিলো কাসা রোসাদার ব্যালকনিতে তাঁর সঙ্গে কেবল ফুটবলার আর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা থাকবেন। সেখানে রাজনৈতিক নেতারা, এমনকি সরকারি কর্মকর্তাদেরও আমন্ত্রণ না জানানোর নির্দেশ তিনি দিয়ে রেখেছিলেন।

আরও পড়ুন :   নারীদের পারফরমেন্স ছাড়াই কাতার বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন

প্রেসিডেন্ট সাক্ষাৎকারেও বলেছেন একই কথা, ‘আমি নিতান্তই একজন ফুটবল–ভক্ত। আমি কখনোই চাই না, কেউ ফুটবলের সঙ্গে রাজনীতি মেশাক। আমি ফুটবল ফুটবলের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায় রাখতেই পছন্দ করি।’

দেশে ফেরার পরদিন বুয়েনস এইরেস শহরে আর্জেন্টাইন দলের বিজয় প্যারেড একটা পর্যায়ে বাতিল করতে হয়েছে শৃঙ্খলাজনিত কারণে। উদ্‌যাপন করতে আসা লোকজন আহত, এমকি নিহত হওয়ারও খবর বেরিয়েছে। ব্যাপারটি নিয়ে বেশ সমালোচিত ফার্নান্দেজ প্রশাসন। তবে প্রেসিডেন্ট নিজে পুরো উদ্‌যাপন ভালোয় ভালোয় শেষ হওয়াতে নিজেই স্বস্তির কথা জানিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সের্হিও বার্নিকে শৃঙ্খলাজনিত ঘাটতি নিয়ে কিছু বলতে চান না, ‘সবকিছুই প্রায় ঠিক ছিলো। বড় ধরনের কিছু হয় নি। জনতা নিজেদের মতো করেই বিশ্বকাপ জয় উদ্‌যাপন করেছে। বিজয় প্যারেড যদিও অতিরিক্ত ভিড়ের কারণে বন্ধ করতে হয়েছে, কিন্তু তা নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু বলতে চাই না।’

About Author

Leave a Reply

Related Post

চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনার ফুটবলাররা কী করবেন, জানালেন মার্টিনেজচ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনার ফুটবলাররা কী করবেন, জানালেন মার্টিনেজ



নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ : শেষ ধাপের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপে ফাইনালে খেলেও শিরোপা ছুঁতে পারে নি আর্জেন্টিনা। এবার সেই আক্ষেপ ঘোচানোর অপেক্ষা লিওনেল মেসিদের। ফাইনালে তাদের

বাংলাদেশের পতাকা নিয়ে মেসিদের বরণ করেছে আর্জেন্টাইনরাবাংলাদেশের পতাকা নিয়ে মেসিদের বরণ করেছে আর্জেন্টাইনরা



নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ : বিশ্বকাপ জয় করা আর্জেন্টিনাকে বরণ করার সময় দেশটির মানুষের হাতে ছিলো বাংলাদেশের পতাকাও। আবার লাল-সবুজের পতাকা হাতে নেওয়া মানুষের সংখ্যাটাও কম ছিলো না।

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X