The Our Don Don Law, Court and Prison. প্রধানমন্ত্রী : বাধা থাকা সত্ত্বেও যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছি

প্রধানমন্ত্রী : বাধা থাকা সত্ত্বেও যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছি




নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : বাধা থাকা সত্ত্বেও যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা হয়েছে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সোমবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিচার না পাওয়ার যন্ত্রণা কি তা আমরা বুঝি। তাই সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, বর্তমান সরকার এর সব করেছে।’

আরও পড়ুন :   ৩৩ কর্মদিবসে সিনহা হত্যার মামলার রায় : ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ডাদেশ।

সমাজের সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, সেই আইনও হয়েছিলো এ দেশে। ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে জাতির পিতা হত্যার বিচার করতে আমরা সক্ষম হয়েছি। দেশি-বিদেশি সব বাধা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছি।’

বিগত সরকারগুলোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিলো, মনে হচ্ছিলো এটি পাকিস্তানের একটি প্রদেশ। মানুষের কাছে ভিক্ষা চেয়ে চলার অবস্থায় চলে গিয়েছিলো। আমরা ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে আইনের শাসন নিশ্চিত করবো বলেছিলাম। আমরা নিজেরাই তো ভুক্তভোগী। বিচার পাওয়ার অধিকারটুকুই আমরা হারিয়েছিলাম।’

আরও পড়ুন :   পি কে হালদারকে ফেরাতে রুল শুনানির জন্য উঠছে আদালতে।

তিনি বলেন, ‘২০০৯ সালে যখন বঙ্গবন্ধুর খুনিদের বিচার ফের শুরু করি, তখনও বাধা দেওয়া হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের সময়ও বাধা আসে। কিন্তু আদালত এক্ষেত্রেও সাহসী ভূমিকা রাখে। আমার কাছেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফোন দেওয়া হয়।’

আরও পড়ুন :   জায়েদ খানকে নিয়ে হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে স্থগিত।

বিচারকদের সুরক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘বিচারকরা রায় দিয়ে বাড়ি ফেরার সময় নানাভাবে আক্রমণের শিকার হতে পারেন। সেজন্য আমরা বিচারকদের নিরাপত্তা জোরদার করার নানা পদক্ষেপ গ্রহণ করেছি। এ বিষয়ে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।’

বিচারকেরাও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জানিয়ে তিনি ঝালকাাঠি ও গাজীপুরে বিচারকের ওপর হামলার কথা উল্লেখ করেন।

About Author

Leave a Reply

Related Post

চট্টগ্রামে কুকুর লেলিয়ে হিমু হত্যা : ৩ আসামির মৃত্যুদণ্ড বহালচট্টগ্রামে কুকুর লেলিয়ে হিমু হত্যা : ৩ আসামির মৃত্যুদণ্ড বহাল



নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ : মাদক সেবনে বাধা দেওয়ায় এক দশক আগে চট্টগ্রামে কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমুকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে

হোসেনি দালানে হামলার ঘটনায় দুই জঙ্গির কারাদণ্ড।হোসেনি দালানে হামলার ঘটনায় দুই জঙ্গির কারাদণ্ড।

0 Comments ">1:37 PM


ডন প্রতিবেদন : সাত বছর আগে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর হোসেনি দালানের শোক মিছিলে জঙ্গি হামলা মামলায় দুই আসামিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ছয় আসামি খালাস পেয়েছেন। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X