The Our Don Don People are for People নেত্রকোণায় শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি মহাপরিচালক

নেত্রকোণায় শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি মহাপরিচালক




বাসস : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ নেত্রকোণা পৌর এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

শনিবার (৭ জানুয়ারি) নেত্রকোণা পৌর এলাকায় পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ওই শীতবস্ত্র  বিতরণ করেন।

আরও পড়ুন :   দিনাজপুরের শিশুশিক্ষার্থী স্বর্ণার পাশে প্রধানমন্ত্রী।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যে কোনও দুর্যোগ মোকাবিলায় সব সময়ই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

‘গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। প্রচণ্ড শীতে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি।’

আরও পড়ুন :   শুক্রবারের বিশেষ : প্রতিবন্ধিতাকে জয় করে প্রথম শ্রেণির কর্মকর্তা হতে চান তিনি।

‘সম্প্রতি শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিজিবির পক্ষ থেকে শীতার্তদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।’

উল্লেখ করা যেতে পারে, নেত্রকোণা ব্যাটালিয়ন কর্তৃক প্রায় ২ হাজার ৫ শ অসহায় শীতার্তের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।

আরও পড়ুন :   বন্ধুত্বের হাত বাড়িয়ে বন্যার্ত সিলেটবাসীর পাশে চট্টগ্রামবাসী।

শীতবস্ত্র বিতরণকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার, নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

About Author

Leave a Reply

Related Post

ঈদে আশ্রয়ণ প্রকল্পের শ্রমিকদের খাওয়ালেন প্রধানমন্ত্রী।ঈদে আশ্রয়ণ প্রকল্পের শ্রমিকদের খাওয়ালেন প্রধানমন্ত্রী।

0 Comments ">1:07 PM


ডন প্রতিবেদন : ঈদের দিন, মঙ্গলবার (৩ মে) দুপুর ২টা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশাইর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে খাসজমিতে বিশালাকার এক প্যান্ডেল। প্যান্ডেলের ভেতরে ২০টি টেবিল সাজানো। টেবিলগুলোতে প্রায় ২

একসঙ্গে ভূমিষ্ট ৩ সন্তানের পাশে দুমকি উপজেলা চেয়ারম্যানএকসঙ্গে ভূমিষ্ট ৩ সন্তানের পাশে দুমকি উপজেলা চেয়ারম্যান

0 Comments ">10:09 PM


নিজস্ব প্রতিবেদক, ডন; জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছোট ছেলে মো. সুমন হাওলাদারের স্ত্রী নূপুর বেগম একসঙ্গে জন্ম দিয়েছেন ৩

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X