The Our Don Don Metro Rail মেট্রোরেল স্টেশনে সন্তান জন্ম দিলেন সোনিয়া রানী

মেট্রোরেল স্টেশনে সন্তান জন্ম দিলেন সোনিয়া রানী




নিজস্ব প্রতিবেদন, ডন : রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে সন্তান জন্ম দিয়েছেন সোনিয়া রানী রায় নামের একজন নারী।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন।

আরও পড়ুন :   মেট্রোরেলের যাত্রীদের জন্য বিআরটিসির ৩০ বাস

প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রোরেলে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন সন্তানসম্ভবা সোনিয়া। কিন্তু রেলের ভেতরে তাঁর প্রসবব্যথা শুরু হয়। পরে আগারগাঁও স্টেশনের ভেতরে নেওয়া হয়। সেখানে রোভার স্কাউট ও মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তিনি ছেলেসন্তানের জন্ম দেন।

আরও পড়ুন :   মেট্রোরেলের নিরাপত্তায় আপাতত থানা পুলিশ

কৃতজ্ঞতা প্রকাশ করে সোনিয়ার স্বামী সুকান্ত সাহা বলেন, সবাই প্রচণ্ড সহযোগিতা করেছেন। মেট্রোরেল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা ছিলো। তাঁকে নিয়মিত চেকআপ করা লাগতো। আজ (বৃহস্পতিবার) হাসপাতালে ভর্তি করানোর কথা ছিলো। কিন্তু পথে মেট্রোরেলের ভেতরে প্রসবব্যথা শুরু হয়। পরে মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের তাৎক্ষণিক পদক্ষেপে আমাদের ছেলেসন্তানের জন্ম হয়। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।

আরও পড়ুন :   মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীর জন্য পুলিশের ৭ নির্দেশনা

About Author

Leave a Reply

Related Post

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X