The Our Don Don Padma Bridge পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ




নিজস্ব প্রতিবেদন, ডন : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার (১৫ জানুয়ারি) এই আদেশ দেন।

এর আগে গত সপ্তাহে বাংলাদেশ রিপাবলিক্যান পার্টির চেয়ারম্যান আবু হানিফ হৃদয় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আরও পড়ুন :   সরাসরি : পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন।

আরও পড়ুন :   জুনেই পদ্মা সেতু খুলে দিতে কাজ চলছে জোরেশোরে।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনাও ঘটে। পরে সরকারের  সিদ্ধান্ত অনুসারে পরদিন ২৭ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন :   স্বরাষ্ট্রমন্ত্রী : পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

সরকারের পক্ষ থেকে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

About Author

Leave a Reply

Related Post

ছবি নিউজ : পদ্মা সেতু হয়ে বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতিছবি নিউজ : পদ্মা সেতু হয়ে বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি



আরও পড়ুন :   সিআইডি : পদ্মা সেতুর নাট-বল্টু শুধু হাত দিয়ে খোলা সম্ভব না : মামলা। About Author admin See author's posts

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X