The Our Don Don Transportation বিএনপি ভুয়া, চলতি বছরই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে : কাদের

বিএনপি ভুয়া, চলতি বছরই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে : কাদের




নিজস্ব প্রতিবেদন, ডন : বিএনপি এবং বিএনপির আন্দোলন ভুয়া বলেই মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, চলতি বছরই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উড়াল মেট্রোরেলের এমআরটি লাইন-ওয়ান চালু করা হবে। এ সময় তিনি বিএনপিকে পদযাত্রা না করে নির্বাচনযাত্রা শুরু করার আহ্বান জানান।

আরও পড়ুন :   স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন : সারাদেশের ৬০ শতাংশ বাসই সিএনজিচালিত।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের প্রথম পাতালরেলের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ওই তথ্য দিয়ে এমন আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘আজকের এ শুভদিনে উড়াল থেকে আমরা পাতালে নামলাম। এমআরটি লাইন-১, যেটা ২০৩১ এর মধ্যে ২১ কিলোমিটার পাতাল রেল এবং ১০ কিলোমিটার এলিভেটেড। দুটি রুটের উদ্বোধন আজ। মেট্রোরেলের আকর্ষণ দুর্দমনীয়। মেট্রোরেল এখন উত্তরা থার্ডফেজ থেকে আগারগাঁও পর্যন্ত এসেছে। সারা বাংলাদেশ আজকে মেতে উঠেছে। সুদূর গ্রামের লুঙ্গি পরা কিশোর, শহরের দুরন্ত তরুণ প্রতিদিন ছুটে যাচ্ছে। মেট্রোরেলের লাইনে দাঁড়িয়ে আছে মধ্য রাত থেকে সারা রাত, তারপর অপেক্ষা কখন মেট্রোরেলে একবার উঠতে পারবে। সে কী আকর্ষণ, চোখে না দেখলে বিশ্বাস হবে না।’

আরও পড়ুন :   কক্সবাজারে ৬ ভাইয়ের মৃত্যু সড়ক দুর্ঘটনা নয়; জামায়াতের হত্যাকাণ্ড!

আরও পড়ুন :   পদ্মা সেতু সংলগ্ন সড়কে কাভার্ডভ্যান ও ট্রাক চলাচল ২ দিন বন্ধ।

তিনি আরও বলেন, ‘আগারগাঁও থেকে এই বছরই আমরা মতিঝিল পর্যন্ত গিয়ে পৌঁছবো। তারপর প্রধানমন্ত্রীর অ্যালাইনমেন্ট অনুযায়ী আমরা কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬…তবে এই বছর মতিঝিল পর্যন্ত যেটা আগারগাঁওতে আছে, সেটা আমরা মতিঝিলে নিয়ে আসবো।’

About Author

Leave a Reply

Related Post

কালাম আঝাদ’র কলাম : গ্রামের শিক্ষার্থীদের কী দোষ! সারাদেশে শর্তমুক্ত হাফ ভাড়া করে দিন।কালাম আঝাদ’র কলাম : গ্রামের শিক্ষার্থীদের কী দোষ! সারাদেশে শর্তমুক্ত হাফ ভাড়া করে দিন।



ডন : গ্রাম থেকে একজন শিক্ষার্থী উঠে এসে, তারপর প্রতিযোগিতায় দাঁড়িয়ে, সেখানে থেকে টিকে একটি পর্যায়ে যেতে দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা এবং সময়ের প্রয়োজন হয়। আর স্বাভাবিকভাবেই গ্রামের মানুষের বিত্ত-বৈভব শহরের মানুষের

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X