The Our Don Don Literature কুমুদিনী হাজংয়ের হাত ধরে হ‌ুমায়ূন আহমেদের হিমু পাঠাগারের যাত্রা শুরু

কুমুদিনী হাজংয়ের হাত ধরে হ‌ুমায়ূন আহমেদের হিমু পাঠাগারের যাত্রা শুরু




নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ; নূর আলম, নেত্রকোণা : নেত্রকোণার পর্যটন শহর সুসঙ্গ দুর্গাপুরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো হ‌ুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টি- হিমুর নামে হিমু পাঠাগার। টংক আন্দোলনের বিপ্লবী নারী কুমুদিনী হাজং শুক্রবার (১০ মার্চ) দুপুরে এই পাঠাগারের শুভ সূচনা করেন।

‘প্রজন্ম আলোকিত হোক অবারিত পাঠে’ স্লোগানকে ধারণ করে মানুষকে বই পাঠে উদ্বুদ্ধ করতে কাজ করবে এই পাঠাগার। এতে রয়েছে আরও কিছু কর্মসূচি। এই পাঠাগার এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছেন পাঠাগারটির প্রতিষ্ঠাতা তরুণ সাহিত্যকর্মী মাসুদ রানা।

আরও পড়ুন :   বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী আজ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী।

আনুষ্ঠানিক যাত্রাপর্বের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাহিত্য জাদুঘরের প্রতিষ্ঠাতা প্রভাষক জনপদ চৌধুরী, কবি ও সাংবাদিক মামুন রণবীর, শিপন রবি দাস, বিজয় সাহা, শাফায়াত হোসেন, সাদিকুল ইসলাম এবং হ্যাপী হাজং প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিমু পাঠাগারের প্রতিষ্ঠাতা মাসুদ রানা।

আরও পড়ুন :   এস চাঙমা সত্যজিৎ’র কবিতা।

এ সময় আলোচকেরা বলেন, প্রচলিত পাঠাগারের বাইরে গিয়ে এটি নতুন ধারণার পাঠাগার। এই সময়ে তরুণদের মধ্যে আত্মজাগরণ প্রয়োজন। বই হোক তরুণদের সারথি।

‘আলোকিত সমাজ বিনির্মাণে পাঠাগারের বিকল্প নেই। চারপাশে আলোকিত মানুষ চাই। এজন্য বই পড়তে হবে, নিয়মিত চর্চার মধ্যে থাকতে হবে।’

পাঠাগারটির প্রতিষ্ঠাতা মাসুদ রানা বলেন, বাংলাদেশের প্রখ্যাত লেখক হ‌ুমায়ূন আহমেদের এক অমর সৃষ্টি হিমু। আমার অন্যতম পছন্দের সিরিজ এটি।

আরও পড়ুন :   বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে মিশরীয় লেখকের মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’ বাজারে।

‘এ ছাড়া স্যারের অন্যান্য লেখাও অনেক ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই পাঠাগারটির এমন নামকরণ। এই পাঠাগারে সকল ধরনের বই থাকবে। যে কোনও পাঠক এখান থেকে বই সংগ্রহ করে পড়তে পারবে। আমাদের পাঠের প্রতি বেশি জোর দিতে হবে। হিমু পাঠাগার এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।’

About Author

Leave a Reply

Related Post

ভারতীয় লেখক গীতাঞ্জলি পেলেন বুকার পুরস্কার।ভারতীয় লেখক গীতাঞ্জলি পেলেন বুকার পুরস্কার।

0 Comments ">10:03 PM


ডন প্রতিবেদন : আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় লেখক গীতাঞ্জলি শ্রী। শুক্রবার (২৭ মে) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিন্দি ভাষায় লেখা ‘রেত সমাধি’ উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘টুম্ব

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেইকথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই



ডন প্রতিবেদক, রাজশাহী : প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় তিনি নিজ

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X