The Our Don Don Special পান্না কায়সার আর নেই

পান্না কায়সার আর নেই




নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ : লেখক-গবেষক, বুদ্ধিজীবী, শিশু-কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে শহীদুল্লাহ কায়সারের সঙ্গে তাঁর বিয়ে হয়। সেদিন ঢাকা শহরে কারফিউ ছিলো। পুরো দেশ তখন গণআন্দোলনে উত্তাল। শহীদুল্লাহ কায়সারের হাত ধরে তাঁর পরিচয় আধুনিক সাহিত্যের সঙ্গে, রাজনীতির সঙ্গে। তাঁর সংসার জীবন স্থায়ী হয় মাত্র দু’বছর ১০ মাসের মতো। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর সদস্যরা শহীদুল্লাহ কায়সারকে তাঁর বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেন নি।

আরও পড়ুন :   যুদ্ধাপরাধে বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড।
আরও পড়ুন :   পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলার অভিযোগ। সংঘর্ষ।

এরপর পান্না কায়সার একা হাতে মানুষ করেন তার দু’সন্তান শমী কায়সার এবং অমিতাভ কায়সারকে। এ ছাড়া তিনি ১৯৭৩ সাল থেকে শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ এর প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৯০-তে তিনি এই সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পান্না কায়সার ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাংসদ ছিলেন।

আরও পড়ুন :   জন্মদিনে শেখ রাসেলের কবরে দুই বোনের ফুল

পান্না কায়সার ২৫ মে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তাঁর আরেক নাম সাইফুন্নাহার চৌধুরী। তাঁর স্বামী শহীদুল্লাহ কায়সার একজন বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং রাজনীতিক ছিলেন।

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য পান্না কায়সারকে ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।

About Author

Leave a Reply

Related Post

পদ্মা সেতুতে একসঙ্গে জ্বললো ২০৭টি স্ট্রিট ল্যাম্প।পদ্মা সেতুতে একসঙ্গে জ্বললো ২০৭টি স্ট্রিট ল্যাম্প।

0 Comments ">3:49 AM


ডন সংবাদদাতা, মুন্সীগঞ্জ : পরীক্ষামূলক কার্যক্রমের পর এবার পদ্মা সেতুর সড়কবাতি প্রজ্জ্বালন করা হলো সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মাওয়া প্রান্তে এবার একসঙ্গে জ্বালানো

সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী : জিয়া কারাগারে কতো মানুষ হত্যা করেছে তা খুঁজে বের করুনসংসদ সদস্যদের প্রধানমন্ত্রী : জিয়া কারাগারে কতো মানুষ হত্যা করেছে তা খুঁজে বের করুন



বাসস : প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে দেশে ‘সামরিক ক্যু’র ওজর তুলে বিভিন্ন কারাগারে কি পরিমান মানুষ হত্যা করা হয়েছে তা

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X