The Our Don Don Entertainment,Don Special মুক্তি পাচ্ছে দিতি-মিজুর ‘এ দেশ তোমার আমার’

মুক্তি পাচ্ছে দিতি-মিজুর ‘এ দেশ তোমার আমার’




ডন প্রতিবেদন : ২০১৬ সালে মারা যান অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। পরের বছর ২৭ মার্চ মারা যান খল অভিনেতা মিজু আহমেদ। প্রয়াত এই দুই শিল্পীর শেষ সিনেমা এ দেশ তোমার আমার মুক্তি পাচ্ছে আগামী ৫ নভেম্বর।

সিনেমাটির প্রধান চরিত্রের অভিনেতা জায়েদ খান বলেন, ‘হাসিখুশি দিতি আপা নেই, এটা ভাবতেই পারি না। মিজু ভাই তো সাদামনের মানুষ। দুই শিল্পীর সিনেমাটি মুক্তি পাচ্ছে, অথচ তাঁরা কেউ আজ নেই।’

আরও পড়ুন :   প্রধানমন্ত্রী : রাসেলের মতো ভাগ্য যেনো আর কোনও শিশুর না হয়

জায়েদ আরও বলেন, ‘দিতি আপারসঙ্গে আমার অনেকগুলো দৃশ্য ছিলো, একটা গান ছিলো। মিজু ভাইয়েরসঙ্গেও অনেকগুলো সিকোয়েন্স করেছি। দিতি আপার প্রেম-বিয়ে নিয়ে মজা করতাম। তখন আপা মজা করে বলতেন, এগুলো শিখে রাখ। মনে আছে মিজু ভাইয়েরসঙ্গে একটি সিকোয়েন্সের ডায়ালগ ছিলো, জিলানি সাহেব আপনি, এটা ১৩ বার টেক দিতে হয়েছিলো। প্রতিবারই তিনি বলতেন, ‘আরও ভালো করে দিবি’, কখনোই বিরক্ত হন নি। ভুল করলে শিখিয়ে দিতেন।’

আরও পড়ুন :   ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ-সালমান।

এতো দেরিতে ছবিটি সেন্সরে জমা দেওয়া প্রসঙ্গে ছবিটির পরিচালক এফ আই মানিক জানিয়েছিলেন, নানা জটিলতার কারণে কাজ শেষ করতে দেরি হয়ে যায়। তিনি বলেন, ‘দিতি মারা যাওয়ার বেশ কিছুদিন আগে সিনেমার শুটিং শেষ করেছিলাম। এটি ৩৫ মিলিমিটারে শুট করা হয়েছিল, পরে ডিজিটালে ট্রান্সফার করা হয়েছে। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। মাঝে তিনি অসুস্থ থাকায় কাজ শেষ করতে সময় লেগেছে।’

আরও পড়ুন :   যাদু দেখার লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ! 

দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারেরসঙ্গে লড়ে ২০১৬ সালের ২০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন দিতি। অন্যদিকে একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ট্রেনযোগে দিনাজপুর যাওয়ার উদ্দেশে ঢাকার বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন মিজু আহমেদ। রাত ৮টা ২০ মিনিটের দিকে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন রোমানা।

About Author

Leave a Reply

Related Post

আবু রুশ্‌দ সাহিত্য পুরস্কার পেলেন আনোয়ারা সৈয়দ হক ও ওয়াসি আহমেদ।আবু রুশ্‌দ সাহিত্য পুরস্কার পেলেন আনোয়ারা সৈয়দ হক ও ওয়াসি আহমেদ।



ডন প্রতিবেদন : আনোয়ারা সৈয়দ হককে ‘চোখ’ ও ওয়াসি আহমেদকে ‘বরফকল’ উপন্যাসের জন্য ‘আবু রুশ্‌দ সাহিত্য পুরস্কার’ ২০২১ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আবু রুশদ্ মতিনউদ্দিনের

ডিএমপির ২১ পরিদর্শককে বদলিডিএমপির ২১ পরিদর্শককে বদলি



ডন প্রতিবেদন : বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ভারতে গ্রেপ্তার হওয়ার একদিনেরমধ্যে ওইপদ আলমগীর গাজীকে দিয়ে পূরণ করার আদেশ হয়েছে। আরও পড়ুন :   মাদারীপুর : নির্বাচনি মাঠে বেলুন

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X