The Our Don Don Intelligence Agencies and Other Forces,Don Special,Don World নিমেষেই বরফ হলো পানির প্রবাহ।

নিমেষেই বরফ হলো পানির প্রবাহ।




ডন প্রতিবেদন : বরফের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে পানির ধারা। সেই অবস্থা বদলে গেল নিমেষেই। চোখের পলকে পানি হয়ে গেল বরফ। ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের স্কোয়ামিশ শহরে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ডিসেম্বর বিরল এ ঘটনার ভিডিও ধারণ করেন ব্রাড অ্যাচিসন নামের এক ব্যক্তি। পরদিন ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। এরপর ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে ওই ভিডিও।

আরও পড়ুন :   পুলিশের ওপর হামলা মামলায় ফখরুল-আব্বাস গ্রেপ্তার : ডিবি

ভিডিওটি শেয়ার করে অ্যাচিসন লিখেছেন, ব্রিটিশ কলম্বিয়ার স্কোয়ামিশ শহরের শ্যানন জলপ্রপাতের কাছে ঘটনাটি দেখা গেছে। এটি একটি বিরল ঘটনা। চোখের সামনেই পানির প্রবাহ উধাও হয়ে গেল।

এদিকে ভিডিওটি আদৌ সত্যি কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। এর জবাবও দিয়েছেন অ্যাচিসন। তিনি বলেন, ‘হাতে গোনা কয়েকজন মনে করেছেন, এটি ভুয়া ভিডিও। তাঁদের মতে, উল্টো দিক দিয়ে ভিডিওটি চালিয়ে প্রকাশ করা হয়েছে। অবশ্যই এমনটি হয়নি। ঘটনা এমন হলে আমি কখনোই তা প্রকাশ করতাম না।’

আরও পড়ুন :   ‘পূজার শেষ পর্যন্ত মণ্ডপে থাকবেন আনসার সদস্যরা।’

এখন পর্যন্ত ভিডিওটি আট লাখবারের বেশি দেখা হয়েছে। তাক লাগানো ঘটনাটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। একজন তো বলেছেন, এমন কিছু ঘটতে পারে, তা আদতেই জানতেন না। তবে এটি তাঁর কাছে অসাধারণ লেগেছে।

কেনো এমন ঘটনা, তার জবাবও মিলেছে। ব্রিটিশ কলম্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি হাইভ বলছে, গত ২৭ ডিসেম্বর স্কোয়ামিশ শহরের তাপমাত্রা ছিল মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস। সেখানে এটি এখন পর্যন্ত রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ১৯৬৮ সালে সর্বনিম্ন মাইনাস ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আরও পড়ুন :   সেরা সুনিল নারাইন।

কানাডার আবহাওয়া-সংক্রান্ত টেলিভিশন চ্যানেল দ্য ওয়েদার নেটওয়ার্কের আবহাওয়াবিদ জেসি উপালও ঘটনাটিকে বিরল বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, মাত্রাছাড়া শীতল আবহাওয়ার কারণেই এমনটি হয়ে থাকে।

About Author

Leave a Reply

Related Post

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও ২ সপ্তাহ বাড়ানোর কথা বললেন শিক্ষামন্ত্রী।শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও ২ সপ্তাহ বাড়ানোর কথা বললেন শিক্ষামন্ত্রী।



ডন প্রতিবেদন : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও ২ সপ্তাহ বাড়ানোর কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী এমন কথা বলেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম

বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনায় উল্লাসবিশ্বকাপ জয়ে আর্জেন্টিনায় উল্লাস



https://www.youtube.com/watch?v=0cp3I0KCX4c আরও পড়ুন :   স্বরাষ্ট্রমন্ত্রী : হরতালে নাশকতা হলে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে। About Author admin See author's posts

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X