The Our Don Don Entertainment,Don Intelligence Agencies and Other Forces,Don Special ঈদের ৫ম দিনেও পতেঙ্গা সমুদ্র সৈকত লোকারণ্য।

ঈদের ৫ম দিনেও পতেঙ্গা সমুদ্র সৈকত লোকারণ্য।

0 Comments 1:16 PM



ডন প্রতিবেদক, ইসমাইল ইমন, চট্টগ্রাম : গত দুই বছরে চারটি ঈদের আনন্দ মাটি হয়ে গেছে মহামারির কারণে। এ বছর সেই অবস্থা নেই। তাই ঈদ আনন্দ যেনো বাঁধ ভাঙা। এরই অংশ হিসেবে পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে নীল জলরাশির বুকে আনন্দ খুঁজছেন মানুষজন।

চট্টগ্রামে এবার ফয়’স লেক বা চিড়িয়াখানার চেয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে সবচেয়ে বেশি মানুষ ছিলো। আর পতেঙ্গা সমুদ্র সৈকতে কোনও প্রকার প্রবেশমূল্য দিতে হয় না বলেই সব ধরনের মানুষই এখানে এসেছিলেন।

আরও পড়ুন :   গ্রেনেড হামলায় আহত কাজল : মাঝে মাঝে মনে হয় বাম পা খসে পড়বে।

তাই সকল শ্রেণী-পেশার মানুষের জন্য উন্মুক্ত এই সমুদ্র সৈকত ঈদের ছুটিতে ছিলো দর্শনার্থীদের পদভারে মুখরিত।

বিশেষ করে সূর্যাস্তের দৃশ্য দেখতে এসেছিলেন দূরদূরান্তের মানুষও।

আরও পড়ুন :   পাম্পে গ্যাস নিলো ‘ডিজেল চালিত’ গাড়ি!

প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন পর্যটকেরা।

সৈকত পাড়ের দোকানগুলোতে বিক্রিও ছিলো জমজমাট।

কেউ কিনছেন চুড়ি ফিতা, কেউবা আবার কিনে দিচ্ছেন।

কেউ চোখ-মুখ লাল করে চটপটি খাচ্ছেন, কেউবা আবার খাইয়ে দিচ্ছেন।

বেশিরভাগ মানুষই সমুদ্রের সঙ্গে মিতালি পাতার দৃশ্য ফ্রেমে বন্দি করেছেন।

আরও পড়ুন :   ঢাকা সিটির প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত মারা গেছেন।

যাঁদের সেই সুযোগ ছিলো না, তাঁদের জন্য ছিলো বিকল্প ব্যবস্থাও। ভ্রাম্যমাণ আলোকচিত্রীরা দারুণ ব্যস্ত ছিলেন পর্যটকদের ফরমায়েশ অনুযায়ী ছবি তোলা ও ১০ মিনিটের মধ্যে সরবরাহের কাজে।

এ ছাড়া পতেঙ্গা নেভাল বিচ এলাকা, হালিশহর আনন্দ বাজার সৈকত, কাট্টলী বিচ এলাকা এবং দক্ষিণ হালিশহর (আকমল আলী সমুদ্র সৈকত) এলাকাটিও ছিলো লোকে-লোকারণ্য।

About Author

Leave a Reply

Related Post

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার ঘটনায় ঢাবি শিক্ষক সমিতির নিন্দা।শিক্ষক হত্যা ও লাঞ্ছনার ঘটনায় ঢাবি শিক্ষক সমিতির নিন্দা।

0 Comments ">7:53 PM


ডন সংবাদদাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় : কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পড়ানোর ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ঢাকা

উপমহাদেশের কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজউপমহাদেশের কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ



নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : ‘সে তারা ভরা রাতে, আমি পারি নি বোঝাতে, তোমাকে আমার মনের ব্যথা…’ আজও লাখো-কোটি শ্রোতার বুকে শীতল ঝড় তুলে যায় গানের এই সুরেলা

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X