The Our Don Crime,Don 999,Don Intelligence Agencies and Other Forces,Don Special গণধর্ষণের ঘটনায় ৯৯৯-এ ফোন : চান্দিনার হান্নানকে পুরস্কৃত করলেন সিএমপি কমিশনার।

গণধর্ষণের ঘটনায় ৯৯৯-এ ফোন : চান্দিনার হান্নানকে পুরস্কৃত করলেন সিএমপি কমিশনার।




ডন সংবাদদাতা, চট্টগ্রাম : গণধর্ষণের ঘটনা দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রিকশাচালক আবদুল হান্নানকে পুরস্কৃত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। বুধবার (২০ জুলাই) নগরের দামপাড়া নিজ কার্যালয়ে ডেকে এনে ওই রিকশাচালক হাতে চেক তুলে দেন তিনি।

এ সময় নগর পুলিশের উপ-কমিশনার (সদর) আমির জাফর ও উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

আবদুল হান্নান নগরের শেরশাহ এলাকায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

আরও পড়ুন :   তথ্য ও সম্প্রচারমন্ত্রী : বরিশালের ঘটনা পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেওয়া হবে না

আবদুল হান্নানের হাতে পুরস্কার তুলে দিয়ে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘অপরাধ সংগঠিত হতে দেখে একজন রিকশাচালকের ফোন পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পেরেছে পুলিশ। এটি একটি দৃষ্টান্ত। নগরের প্রতিটি বাসিন্দা যদি তাঁর মতো সচেতন হয়, তাহলে অপরাধ অনেক কমে আসবে। অপরাধ দমনে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাই।’

গত রোববার (১৭ জুলাই) রাতে নগরের জিইসি মোড়ের অদূরে বাটাগলির সামনে রিকশা থেকে নামিয়ে এক তরুণীকে গণধর্ষণ করে ৬ যুবক। রিকশা থেকে টানাহেঁচড়া করে তরুণীকে নামাতে দেখে ৯৯৯-এ ফোন দেন অদূরে রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকা চালক আবদুল হান্নান। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার ও ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন :   Bachelor Point | Season 4 | EPISODE 98

রিকশাচালক আবদুল হান্নান বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘পুরস্কারের জন্য ফোন করি নি। একজন নারীর ইজ্জত বাঁচাতে ফোন করেছিলাম।’

‘এর আগেও নগরের জেল রোড এলাকায় এভাবে ৯৯৯- এ ফোন করে আরেক নারীকে বাঁচিয়েছিলাম। তখনও এক বখাটে এক নারীর পেছনে ঘুরঘুর করছিলো। তাঁকে দেখে সন্দেহ হওয়ায় অনুসরণ করি। এক পর্যায়ে ওই নারীকে তুলে নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে ওই তরুণকে গ্রেপ্তার করে।’

আরও পড়ুন :   প্রধানমন্ত্রী : কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ করবেন না।

এক বন্ধু বিপদে পড়লে ৯৯৯- এ ফোন দিয়ে পুলিশের সহায়তা নেন। তা দেখে তাঁর কাছ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর বিষয়টি জানতে পারেন বলেই জানিয়েছেন চান্দিনার আবদুল হান্নান।

About Author

Leave a Reply

Related Post

ইউনিসেফ : করোনায় বাংলাদেশে ক্ষতিগ্রস্ত ৪ কোটিরও বেশি শিক্ষার্থিইউনিসেফ : করোনায় বাংলাদেশে ক্ষতিগ্রস্ত ৪ কোটিরও বেশি শিক্ষার্থি



ডন প্রতিবেদন : মহামারিতে লম্বা সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত বাংলাদেশে চার কোটিরও বেশি শিক্ষার্থি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউনিসেফের এক প্রতিবেদনে উঠে এসেছে। মঙ্গলবার

জি এম কাদের : ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে।জি এম কাদের : ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে।

0 Comments ">10:02 PM


ডন প্রতিবেদন : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে। দেশের ঋণের পরিমাণ ১৬ লাখ কোটি টাকা। আগামীতে

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X