The Our Don Don Banking, Business, Economy, Commerce and E-Commerce,Don Intelligence Agencies and Other Forces,Don Special ডলারের কারসাজি থামাতে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থার অভিযান।

ডলারের কারসাজি থামাতে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থার অভিযান।




ডন প্রতিবেদন : ডলারের লেনদেনের ক্ষেত্রে কোথাও কোনও ধরনের কারসাজি হচ্ছে কি-না, তা শনাক্ত করতে অভিযান চালিয়েছে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থা এনএসআই।

রোববার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ অভিযানের বিষয়টি বাঙলা কাগজ ও ডনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ডলার নিয়ে কোনও অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন :   ‘একটা ঘর হইলে শান্তিতে ঘুমাইয়া মইরাও শান্তি পামু’

‘ডিজিটাল প্লাটফর্মে যেখানে বৈদেশিক মুদ্রায় লেনদেন হয়, এমন সব প্রতিষ্ঠানে আজ (রোববার) কেন্দ্রীয় ব্যাংকের ২টি পরিদর্শন টিম অভিযান চালায়। এসব প্রতিষ্ঠান হুন্ডি বা অন্য কোনও ব্যবস্থায় ডলার কেনাবেচা করছে কি-না পরিদর্শন টিম তা দেখেছে। এ ব্যাপারে অনিয়মের খোঁজ পাওয়া গেছে।’

তিনি বলেন, আগে আমরা ১০টি টিম মার্কেটে পাঠিয়েছিলাম। মার্কেটে গিয়ে তাঁরা কিছু তথ্য পেয়েছিলো। যা রুলস-রেগুলেশন কভার করে না। যাঁদের লাইসেন্স আছে, তাঁরা ছাড়াও অনেকে ডলার কেনাবেচার সঙ্গে জড়িত। এমনও পাওয়া গেছে, একটি লাইসেন্স নিয়েছে গুলশানে, তাঁদের আরেকটা শাখা হয়তো মিরপুরে আছে। যাঁরা এমন ব্যত্যয় ঘটিয়েছে, তাঁদের বিরুদ্ধে জরুরিভাবে ব্যবস্থা নিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে, কাদের আমরা লাইসেন্স দিয়েছি।’

আরও পড়ুন :   হানিফ : গুরুতর অসুস্থ হলে খালেদা কেনো রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইছেন না?

আরও পড়ুন :   বৃষ্টি তোমাকে দিলাম

‘তা ছাড়া অন্য প্রতিষ্ঠানকে সিলগালা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। লাইসেন্স ছাড়া যাঁরা কাজ করছে, তাঁদের অপরাধের ধরন অনুযায়ী কোনোটা বাতিল হতে পারে, কোনোটা স্থগিত হতে পারে।’

‘সঙ্কট’ কাটাতে বাংলাদেশ ব্যাংক জুলাইয়ে ১ হাজার ১৩৬ মিলিয়ন ডলার সরকারের জরুরি খাতগুলোর পণ্য আমদানির জন্য রিজার্ভ থেকে সাপোর্ট দিয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।

About Author

Leave a Reply

Related Post

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের সময়সীমা বেঁধে দিনঅনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের সময়সীমা বেঁধে দিন



সম্পাদকীয় মত, ডন ও বাংলা কাগজ : যতোই নির্বাচন ঘনিয়ে আসছে, ততোই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন এবং ‘স্বভাবতই’ গণমাধ্যমগুলোতে ‘নানা ধরনের’ খবর প্রচার শুরু হয়েছে। খবর প্রচারের প্রয়োজন রয়েছে,

চাকুরি সংক্রান্ত বিষয় নিয়ে বাইডেনের সেলফিচাকুরি সংক্রান্ত বিষয় নিয়ে বাইডেনের সেলফি



লিঙ্ক : https://twitter.com/WhiteHouse/status/1578762149500923904 আরও পড়ুন :   নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রকাশ করতে রুল। About Author admin See author's posts

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X