The Our Don Don Intelligence Agencies and Other Forces,Don Politics,Don Special সাদ্দাম ছাত্রলীগের সভাপতি হওয়ায় পঞ্চগড়ে আনন্দমিছিল, মিষ্টি বিতরণ

সাদ্দাম ছাত্রলীগের সভাপতি হওয়ায় পঞ্চগড়ে আনন্দমিছিল, মিষ্টি বিতরণ




নিজস্ব প্রতিবেদক, ডন ও বাঙলার কাগজ; পঞ্চগড় : বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাদ্দাম হোসেন সভাপতি হওয়ায় তাঁর জন্মস্থান পঞ্চগড়ে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান ও সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারীর নেতৃত্বে পৃথক দুটি আনন্দমিছিল বের করা হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাওয়ান।

নতুন কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তাঁর বাড়ি পঞ্চগড় জেলার বোদা পৌরসভার দক্ষিণ সাতখামার এলাকায়।

আরও পড়ুন :   মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারে ৩ জনের মৃত্যুদণ্ড।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নতুন কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেন। এর আগে ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে সাদ্দাম হোসেনের নাম ঘোষণার পরই পঞ্চগড়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার শুরু হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা সাদ্দামসহ কমিটিতে দায়িত্ব পাওয়া নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। এদিকে রাত ১১টার পর জেলা ছাত্রলীগের সভাপতি নোমান হাসানের নেতৃত্বে শহরে একটি আন্দন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের চৌরঙ্গীমোড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন :   শাহবাগে ‘শেকল ভাঙার পদযাত্রা’ : ‘৭২ ঘণ্টা পার হলে ধর্ষণ ন্যায্য?’

এ ছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারীর নেতৃত্বে মঙ্গলবার রাতেই আরেকটি আনন্দমিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের ধাক্কামারা এলাকা থেকে বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামানে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান।

আরও পড়ুন :   ১৫-২০ শতাংশ বাড়তে পারে বিদ্যুতের দাম

সাদমান সাকিব বলেন, ‘সাদ্দাম হোসেন তাঁর মেধা, বিচক্ষণতা ও নেতৃত্বের যোগ্যতা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ পদে গেছেন। এটা আমাদের মতো প্রত্যন্ত জেলার ছাত্রলীগ তথা সাধারণ মানুষের জন্য বড় পাওয়া।’

নোমান হাসান বলেন, ‘সাদ্দাম হোসেন আমাদের পঞ্চগড় জেলা তথা উত্তরবঙ্গের ছাত্র সমাজের অহংকার। তাঁর মেধা, সততা, নিষ্ঠা আর দক্ষতার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করেছেন। এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। আমরা আনন্দিত, আমরা গর্বিত।’

About Author

Leave a Reply

Related Post

কালবৈশাখী ঝড়ে কুমিল্লাসহ সারাদেশে ৫ জনের মৃত্যু।কালবৈশাখী ঝড়ে কুমিল্লাসহ সারাদেশে ৫ জনের মৃত্যু।

0 Comments ">6:22 PM


ডন প্রতিবেদন : কালবৈশাখী ঝড়ে কুমিল্লা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও বগুড়ায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রামেই ২ জনের মৃত্যু হয়েছে। বাদবাকি জেলাগুলোতে মৃত্যু হয়েছে ১ জন করে। আজ বুধবার

রূপালী ব্যাংকে অনিময় : সাবেক এমডির ঋণে ‘ক্ষমতার অপব্যবহার’রূপালী ব্যাংকে অনিময় : সাবেক এমডির ঋণে ‘ক্ষমতার অপব্যবহার’



ডন প্রতিবেদন : রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থাকাকালে আতাউর রহমান প্রধান ক্ষমতার অপব্যবহার করে নির্মাণ প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনকে ঋণসুবিধা দিয়েছেন। তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X