The Our Don Don Media ইআরএফের নতুন সভাপতি রেফায়েত ও সম্পাদক কাশেম

ইআরএফের নতুন সভাপতি রেফায়েত ও সম্পাদক কাশেম




নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ : অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর জ্যেষ্ঠ প্রতিবেদক রেফায়েত উল্লাহ। আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরেক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। তাঁরা বিদায়ী সভাপতি শারমিন রিনভী ও এস এম রাশিদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শওকত মাহমুদ ফল ঘোষণা করেন।

আরও পড়ুন :   কালাম আঝাদ’র কলাম : সাংবাদিক, ব্যবসায়ী ও শিক্ষার্থী- কার ক্ষতি কাম্য?

নির্বাচনে ইআরএফের ২২৯ ভোটারের মধ্যে ২০০ জন ভোট দিয়েছেন। যথাযথভাবে দিতে না পারায় একটি ভোট বাতিল হয়েছে। রেফায়েত উল্লাহ ৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য বিজনেস ইনসাইডারের সম্পাদক সাজ্জাদুর রহমান পেয়েছেন ৫১ ভোট।

১০৪ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির বাণিজ্য সম্পাদক সালাউদ্দিন বাবলু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুনীতি কুমার বিশ্বাস পেয়েছেন ৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ১১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নয়াদিগন্ত–এর সাংবাদিক আশরাফুল ইসলাম পেয়েছেন ৫৮ ভোট।

আরও পড়ুন :   তথ্যমন্ত্রী : ইতিহাসে জিয়া খুনি ও বিশ্বাসঘাতক।

সহসাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি অবজারভার–এর জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান (১৪২ ভোট) ও অর্থ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠ–এর নিজস্ব প্রতিবেদক রহিম শেখ (১১১ ভোট) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া চার সদস্য পদে ইআরএফের জ্যেষ্ঠ সদস্য বদিউল আলম, দ্য বিজনেস পোস্ট–এর জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস–এর জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মাদ সাইফুল ইসলাম ও শেয়ারবাজার নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহ আলম নুর নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন :   ডিআরইউতে তথ্যমন্ত্রী : জনগণের দাবি খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো।

নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মোহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার। তিনি পেয়েছেন ১৫৭ ভোট।

নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু। নির্বাচন অনুষ্ঠানের আগে ২০২০-২২ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন সদস্য করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ ওঠে। সিদ্ধান্ত হয়, নতুন কমিটি এসে তা পর্যালোচনা করবে।

About Author

Leave a Reply

Related Post

পদ্মা সেতু উদ্বোধন : সাংবাদিকদের আনন্দ মিছিল।পদ্মা সেতু উদ্বোধন : সাংবাদিকদের আনন্দ মিছিল।

0 Comments ">8:10 PM


ডন সংবাদদাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম। আরও পড়ুন :   নোয়াখালীতে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত। আজ মঙ্গলবার (২৮

বিএফইউজে নির্বাচনের ভোটগ্রহণ শুরুবিএফইউজে নির্বাচনের ভোটগ্রহণ শুরু



ডন প্রতিবেদন : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচন-২০২১ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ ভোটগ্রহণ শুরু হয়। ঢাকাসহ সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে সকাল ৯টা

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X