The Our Don Don Developement সিবরের প্রতিবেদন : ২০৩৭ সালে ২০তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ

সিবরের প্রতিবেদন : ২০৩৭ সালে ২০তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ




নিজস্ব প্রতিবেদন, ডন : ২০৩৭ সালে বিশ্বের ২০তম অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ। চলতি বছর বাংলাদেশের অবস্থান ছিলো ৩৪তম স্থানে। ফলে বৈশ্বিক র‍্যাংকিংয়ে ১৪ ধাপ এগোবে বাংলাদেশ।

সোমবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত এক পূর্বাভাস প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে ব্রিটিশ অর্থনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান- সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (সিবর)।

‘ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০২৩’ শীর্ষক প্রতিবেদনের ১৪তম সংস্করণে ২০৩৭ সালে বিশ্বের ১৯১টি দেশের কী অবস্থান থাকবে, তা নিয়ে পূর্বাভাস দেয় সংস্থাটি।

এতে বলা হয়, ২০৩৭ সালে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ হবে ভারত।

আরও পড়ুন :   পদ্মা সেতু নির্মাণে জড়িত সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ নিয়ে সিবরের প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক দেশটির পিপিপি হিসাবে ২০২২ সালে মাথাপিছু আয় সাত হাজার ৯৮৫ ডলার; যা দেশটিকে নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে গণ্য করে। এ দেশের শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক ভিত্তি, অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাইজেশনের ফলে দ্রুত করোনার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হয়। ফলে ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি এসেছে ৬ দশমিক ৯ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে আশা করা হয়েছিলো ৭ দশমিক ২ শতাংশ। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য নিম্নমুখী ঝুঁকি তৈরি করে।

আরও পড়ুন :   বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সুপারিশ পাস জাতিসংঘে।

ভারত নিয়ে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতিতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ভারত। ২০৩৫ সালেই দেশটি ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। এমনকি এ বছরের পঞ্চম স্থান থেকে ২০৩৭ সালে হবে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ। সংস্থাটি জানায়, আগামী পাঁচ বছরে ভারতের গড় জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ করে। পরবর্তী ৯ বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে গড়ে ৬ দশমিক ৫ শতাংশ করে। গতিশীল এই প্রবৃদ্ধির জোরেই ২০৩৭ সালে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত।

আরও পড়ুন :   আমরা সংবাদকর্মীরা ও স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়ন।

প্রতিবেদনে আরও বলা হয়, পিপিপি হিসাবে ২০২২ সালে ভারতের মাথাপিছু জিডিপি আট হাজার ২৯৩ ডলার। করোনা মহামারিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০২০-২১ অর্থবছরে দেশটির জিডিপি সংকুচিত হয় ৬ দশমিক ৬ শতাংশে। কিন্তু খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় দেশটি। ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে হয় ৮ দশমিক ৭ শতাংশ। এতে দেশটি বিশ্বের দ্রুত প্রবৃদ্ধিশীল অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়। আশা করা হচ্ছে, চলতি ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতির মধ্যেও ভারতের প্রবৃদ্ধি আসবে ৬ দশমিক ৮ শতাংশ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও সাফল্য ধরে রাখতে পারবে ভারত।

About Author

Leave a Reply

Related Post

২০৪১ সালে স্মার্ট বাংলাদেশই লক্ষ্য২০৪১ সালে স্মার্ট বাংলাদেশই লক্ষ্য



নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করছি। প্রধানমন্ত্রী

চিফ হুইপ : পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখেরও বেশি মানুষের সমাগম হবে।চিফ হুইপ : পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখেরও বেশি মানুষের সমাগম হবে।

0 Comments ">9:02 PM


বাসস :  জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুন মাদারীপুরের শিবচরস্থ বাংলাবাজার ঘাট এলাকায় ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। এই সমাবেশে ১০ লক্ষাধিক

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X