The Our Don Militancy ১১ বছর ধরে পলাতক জঙ্গি নেতা তৌহিদুর গ্রেপ্তার : র‍্যাব

১১ বছর ধরে পলাতক জঙ্গি নেতা তৌহিদুর গ্রেপ্তার : র‍্যাব




নিজস্ব প্রতিবেদন, ডন : নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের শীর্ষ নেতা তৌহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। তৌহিদুর রহমান ১১ বছর ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন :   নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ১৯ জনকে অপহরণ

রোববার (২২ জানুয়ারি) র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে হিযবুত তাহ্‌রীরের শীর্ষ নেতা তৌহিদুর জঙ্গি তৎপরতা চালাচ্ছিলেন। তিনি জঙ্গি সংগঠনটির দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

আরও পড়ুন :   হিযবুত তাহ্‌রীরের শীর্ষ নেতা সালাম গ্রেপ্তার

আরও পড়ুন :   ঘৃণিত হোলি আর্টিজান হামলার ৬ বছর : জঙ্গিরা কোণঠাসা, অনলাইনে সক্রিয়।

র‍্যাব-২–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ফজলুল হক জানান, হাজারীবাগ থানার মামলায় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে তৌহিদুরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

About Author

Leave a Reply

Related Post

মহাপরিচালক : র‌্যাব এ পর্যন্ত ৩ হাজার জঙ্গিকে গ্রেপ্তার করেছে।মহাপরিচালক : র‌্যাব এ পর্যন্ত ৩ হাজার জঙ্গিকে গ্রেপ্তার করেছে।

0 Comments ">1:32 AM


ডন প্রতিবেদন : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, র‍্যাব এ পর্যন্ত ৩ হাজার জঙ্গিকে গ্রেপ্তার করেছে। হোলি আর্টিজানের পর আমরা ১ হাজার ৫ শরও

হোলি আর্টিজানের ঘটনায় নিহতদের প্রতি রাষ্ট্রদূতদের ফুলেল শ্রদ্ধা।হোলি আর্টিজানের ঘটনায় নিহতদের প্রতি রাষ্ট্রদূতদের ফুলেল শ্রদ্ধা।

0 Comments ">7:01 PM


ডন প্রতিবেদন : রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার ঘটনায় নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। আজ শুক্রবার (পহেলা জুল) সকাল সাড়ে ৭টায় গুলশানের ৭৯

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X