The Our Don Don Election নির্বাচনের জন্য জেলা প্রশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ

নির্বাচনের জন্য জেলা প্রশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ




নিজস্ব প্রতিবেদন, ডন : সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় ও শেষদিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আরও পড়ুন :   কুমিল্লা সিটি নির্বাচনে দুটি কেন্দ্র বাড়ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ডিসিদের বলেছি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যেটা দেশবাসী চাচ্ছে, সারা বিশ্বও সেভাবে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনাদের ভূমিকাই মুখ্য হবে। সেজন্য আপনারা তৈরি থাকুন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, আমাদের নিরাপত্তা বাহিনী এখন যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তাঁদের দেশপ্রেম, তাঁদের অভিজ্ঞতা, তাঁদের দক্ষতা… তাঁরা এখন পরিপূর্ণ। কাজেই নির্বাচনের সময় যা প্রয়োজন, তাঁদের অভিজ্ঞতা ও তাঁদের দক্ষতা দিয়ে যে কোনও পরিস্থিতি তাঁরা মোকাবিলা করতে পারবেন।’

আরও পড়ুন :   ইউপি ভোট : তৃতীয় ধাপে চেয়ারম্যান পদের ৫ গুণ মনোনয়ন জমা

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বস্তুত সেই সময় তো আমাদের করণীয় কিছু থাকবে না। মন্ত্রণালয় শুধু রুটিন ওয়ার্ক করবো। মূল দায়িত্বে থাকবে ইলেকশন কমিশন। নিরাপত্তা বাহিনী তাঁদের কাছেই ন্যস্ত হবে।’

আরও পড়ুন :   ইসি গঠন : বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি।

জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য-অধিবেশন অনুষ্ঠিত হয়।

About Author

Leave a Reply

Related Post

আত্রাইয়ে ছবিযুক্ত ভোটার তালিকার হালনাগাদ শুরু।আত্রাইয়ে ছবিযুক্ত ভোটার তালিকার হালনাগাদ শুরু।

0 Comments ">12:13 AM


ডন প্রতিবেদক, এ কে এম কামাল উদ্দিন টগর, নওগাঁ : আত্রাই উপজেলায় ছবিযুক্ত ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (২২ আগস্ট) উপজেলার পাঁচুপুর ইউনিয়নে এর কার্যক্রম

ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু ২০ মে।ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু ২০ মে।

0 Comments ">12:42 AM


ডন প্রতিবেদন : ভোটার তালিকা হালনাগাদের জন্য আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। ২০০৭ সালের পহেলা জানুয়ারি বা এর আগে

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X