The Our Don Don Banking, Business, Economy, Commerce and E-Commerce বাংলাদেশের জন্য ৪.৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে আইএমএফ

বাংলাদেশের জন্য ৪.৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে আইএমএফ




নিজস্ব প্রতিবেদন, ডন : বাংলাদেশের জন্য ৪.৭ বিলিয়ন (৪৭০ কোটি) ডলারের ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বাংলাদেশ সময় সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় অনুষ্ঠিত আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে এ ঋণ অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঋণ অনুমোদনের বিষয়টি বাঙলার কাগজ ও ডনকে নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে অর্থমন্ত্রী ঋণ অনুমোদনের তথ্য জানিয়েছেন। তবে রাত ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিযয়ে আইএমএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নি।

আরও পড়ুন :   ডলারের দাম আরও ২৫ পয়সা বাড়লো।

গত বছরের ২৪ জুলাই ঋণ চেয়ে আইএমএফের কাছে চিঠি দেয় বাংলাদেশ সরকার। এতে পরিমাণের কথা উল্লেখ ছিলো না। পরে ১২ অক্টোবর ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে গভর্নর আব্দুর রউফ তালুকদার ৪৫০ কোটি ডলারের ঋণসহায়তার কথা উল্লেখ করেন।

অর্থমন্ত্রী বিবৃতিতে বলেছেন, ‘আমরা অবশ্যই আইএমএফের প্রতি এই ঋণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আন্তোয়নেট মনসিও সায়েহ এবং মিশনপ্রধান রাহুল আনন্দসহ যে দলটি এই ঋণের বিষয়ে বাংলাদেশ সফর করেছিলেন, তাঁদের প্রতি জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনসহ অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা যাঁরা এই ঋণ প্রোগ্রাম নিয়ে কাজ করেছেন, তাঁদের প্রতিও রইলো আমার কৃতজ্ঞতা।’

আরও পড়ুন :   বাজেটের ডিজিটাল উপস্থাপন : রেলের উন্নয়ন নিয়ে মহাপরিকল্পনা।

আরও পড়ুন :   ইসলামী ব্যাংক থেকে বেনামি ঋণের খোঁজে বাংলাদেশ ব্যাংক

অর্থমন্ত্রী আরও বলেন, অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন যে, আইএমএফ হয়তোবা এই ঋণ দেবে না। তারা ভেবেছিলো, আমাদের সামষ্টিক অর্থনীতির মৌলিক এলাকাসমূহ দুর্বল তাই আইএমএফ এ ঋণ প্রদান থেকে বিরত থাকবে। এ ঋণ অনুমোদনের মাধ্যমে এটাও প্রমাণিত হলো যে, আমাদের সামষ্টিক অর্থনীতির মৌলিক এলাকাসমূহ শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে আছে এবং অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো।

About Author

Leave a Reply

Related Post

জালিয়াত খালেকের ১৫০ কোটি টাকার বাড়ি এখন সিআইডির তত্ত্বাবধানেজালিয়াত খালেকের ১৫০ কোটি টাকার বাড়ি এখন সিআইডির তত্ত্বাবধানে



নিজস্ব প্রতিবেদন, ডন : আর্থিক প্রতিষ্ঠান ফারইস্টের সাবেক চেয়ারম্যান কারাবন্দী এম এ খালেকের রাজধানীর বারিধারার সেই ১৫০ কোটি টাকার বাড়িতে আদালতের জব্দ আদেশ ঝুলছে। বাড়িটির প্রবেশমুখের পাশে দেয়ালে অর্থ পাচার

অগ্রণী ব্যাংকে ঋণখেলাপির ৫ কোটি টাকা সুদ মওকুফ : বাংলাদেশ ব্যাংককে তদন্তের নির্দেশ।অগ্রণী ব্যাংকে ঋণখেলাপির ৫ কোটি টাকা সুদ মওকুফ : বাংলাদেশ ব্যাংককে তদন্তের নির্দেশ।



ডন প্রতিবেদন : ঋণ খেলাপের ঘটনায় এক ব্যবসায়ীর পাঁচ কোটি টাকার সুদ মওকুফের ঘটনা বাংলাদেশ ব্যাংককে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এই

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X