The Our Don Don Special একই সময়ে কিশোরগঞ্জ সফর করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

একই সময়ে কিশোরগঞ্জ সফর করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী




নিজস্ব প্রতিবেদক, ডন; কিশোরগঞ্জ : রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা একই সময়ে কিশোরগঞ্জের মিঠামইন সফর করবেন। রাষ্ট্রপতি সোমবার (২৭ ফেব্রুয়ারি) এসে অবস্থান করবেন মিঠামইনের কামালপুর গ্রামে নিজ বাড়িতে। প্রধানমন্ত্রী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এসে সেনানিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেখান থেকে তিনি যাবেন রাষ্ট্রপতির স্থানীয় বাসভবনে। এরপর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী মিঠামইন সদরে হেলিপ্যাডে সুধী সমাবেশে বক্তব্য দেবেন।

আরও পড়ুন :   আর এই কীর্তি দেখাতে পারে নি কেউ।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেছেন, সংসদীয় সরকার পদ্ধতিতে এটি দেশে প্রথম ঘটনা। প্রধানমন্ত্রী মিঠামইনে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুন :   প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথ বিকেলে।

রাষ্ট্রপতির ছোট ভাই মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী ছাড়াও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাষ্ট্রপতির জ্যেষ্ঠপুত্র স্থানীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক বক্তৃতা করবেন। সমাবেশ সঞ্চালনা করবেন রাষ্ট্রপতির ভাগনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ। এরপর প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে যাবেন।

আরও পড়ুন :   আতিউর রহমানের কলাম : বঙ্গবন্ধু বাঙালির প্রতিদিনের ‘নতুন কবিতা’।

অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা জানান, রাষ্ট্রপতি মিঠামইন থেকে জেলা শহরে যাবেন। তিনি ১ থেকে ৩ মার্চ সেখানে থাকবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

About Author

Leave a Reply

Related Post

উন্নয়নের ৩ সোপান কৃষি, ডিজিটাল অর্থনীতি ও সবুজ অর্থায়নউন্নয়নের ৩ সোপান কৃষি, ডিজিটাল অর্থনীতি ও সবুজ অর্থায়ন



ডন প্রতিবেদন : উন্নত আয়ের দেশের লক্ষ্যমাত্রা অর্জনের পথপরিক্রমায় কৃষি ব্যবসা, ডিজিটাল অর্থনীতি ও সবুজ অর্থায়ন খাত মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখবে বলে এক গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

অর্থমন্ত্রী : এবারের বাজেট ৯ জুন। করের ‘বোঝা’ বাড়বে না।অর্থমন্ত্রী : এবারের বাজেট ৯ জুন। করের ‘বোঝা’ বাড়বে না।

0 Comments ">8:08 PM


ডন প্রতিবেদন : আগামী ৯ জুন জাতীয় সংসদে আসন্ন ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আগামী বাজেটে জনগণের

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X