The Our Don Don World দূতাবাস খুলতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

দূতাবাস খুলতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়




নিজস্ব প্রতিবেদন, ডন : বাণিজ্য ও নাগরিকদের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্য ধরে ৪৫ বছর পর ঢাকায় চালু হচ্ছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বনানীতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়েগো কাফিরো।

সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর বিকেল ৪টায় দূতাবাসের উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

এরপর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন সান্তিয়াগো কাফিরো।

স্বাধীনতার পরপর ১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ; এরপর ঢাকায় দেশটির দূতাবাস খোলা হলেও ১৯৭৮ সালে তা বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন :   মানবসভ্যতা-বিধ্বংসী পারমাণবিক যুদ্ধের ঝুঁকি দেখছেন বাইডেন

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য সম্পর্ক বাড়ানোর লক্ষ্য নিয়ে গত বছরই ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দেয় আর্জেন্টিনা।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী কাফিরো।

ওই সময় আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যিক কৌশল উন্নয়নের অংশ হিসাবে রপ্তানি গন্তব্য বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী কাফিরো।

আরও পড়ুন :   দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে সংহত : নিক্কেই এশিয়া।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালে বাংলাদেশে রেকর্ড ৮৭ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে আর্জেন্টিনা। এসব পণ্যের মধ্যে সয়াবিন তেল, ময়দা, ভুট্টা ও গম রয়েছে। এর বিপরীতে বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় পণ্য গেছে ১ কোটি ৪০ লাখ ডলারের।

বাণিজ্য সহযোগিতা, মানুষের যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ফুটবল সহযোগিতা নিয়ে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরের সূচিতে থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাঙলার কাগজ ও ডনকে বলেন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি, দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, ফুটবল সংক্রান্ত বিষয়েও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন :   ২৬ মাস পর কলকাতা থেকে এলো বন্ধন এক্সপ্রেস : কলকাতায় গেলো মৈত্রী এক্সপ্রেস।

এর বাইরে কৃষিখাতে সহযোগিতার সমঝোতা স্মারক এবং ট্রেড কর্পোরেশন নিয়ে একটি চুক্তির আলোচনায় রয়েছে দুদেশের মধ্যে।

আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদলও বাংলাদেশে আসছে পররাষ্ট্রমন্ত্রী কাফিরোর সফরসঙ্গী হয়ে। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনও পরির্দশনে যাবেন সান্তিয়াগো কাফিরো। সেখানে শিশুদের একটি প্রীতি ফুটবল ম্যাচে দর্শক হবেন তিনি।

About Author

Leave a Reply

Related Post

চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে গেলো ৪ টন ইলিশ।চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে গেলো ৪ টন ইলিশ।



ডন সংবাদদাতা, রাজু দত্ত, কমলগঞ্জ : এবার তৃতীয় দফায় মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরার কৈলাশহরে গেলো ৪ টন বাংলাদেশি ইলিশ মাছ। চট্টগ্রামের প্যাসিফিক ফুডের মাধ্যমে ভারতের

ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী : পাশাপাশি দেশের সমস্যা থাকে, সমাধানও থাকে।ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী : পাশাপাশি দেশের সমস্যা থাকে, সমাধানও থাকে।

0 Comments ">1:22 AM


ডন প্রতিবেদন : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দুই দেশ পাশাপাশি হলে সমস্যা থাকে, সমাধানও থাকে। তবে সুখের বিষয় যে, ভারত প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছে, যাতে কোনও ধরনের

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X