The Our Don Don Banking, Business, Economy, Commerce and E-Commerce লালমনিরহাটে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা

লালমনিরহাটে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা




নিজস্ব সংবাদদাতা, ডন ও বাঙলার কাগজ; শাহজাহান সুমন, লালমনিরহাট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশে লালমনিরহাটে ওই বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়।

আরও পড়ুন :   প্রধানমন্ত্রী জনগণকে সুন্দর ও উন্নত জীবন প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন।

লালমনিরহাট জেলা বিসিকের আয়োজনে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে বিসিক উদ্যোক্তাদের নিয়ে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় হয়ে কালেক্টরেট মাঠে এসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক এহেছানুল হকের স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা ফেরদৌস, সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমি, পিএএম জেলা কমান্ডার মইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার মেছবাহ উদ্দিন আহমেদ, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাটের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু।

আরও পড়ুন :   ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক

আরও পড়ুন :   সালমান শাহর গানের শিল্পী রানার কারাদণ্ড।

উল্লেখ করা যেতে পারে, লালমনিরহাটের সহ-সভাপতি নাসিব এনামূল হক টিপুর সঞ্চালনায় ১০ দিনব্যাপী মেলা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আর বিসিকের ৪৫টি স্টলে কেনাকাটার সুযোগ রয়েছে।

About Author

Leave a Reply

Related Post

ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথ : স্বামী-স্ত্রী মিলে তুলে নিয়েছেন আড়াই কোটি টাকা!ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথ : স্বামী-স্ত্রী মিলে তুলে নিয়েছেন আড়াই কোটি টাকা!



নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ : মীর মোহাম্মদ শাহারুজ্জামান বেসরকারি ডাচ্–বাংলা ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন বা এটিএম বিভাগে কর্মরত ছিলেন। প্রযুক্তিজ্ঞানে দক্ষ এই ব্যাংক কর্মকর্তা তিন বছরে অভিনব কৌশলে

বাংলাদেশের রিজার্ভ চুরি : তদন্ত কর্মকর্তাকে আদালতে তলববাংলাদেশের রিজার্ভ চুরি : তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

0 Comments ">10:17 PM


ডন প্রতিবেদন : বাংলাদেশের রিজার্ভ চুরির মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খানকে তলব করেছেন আদালত। মঙ্গলবার (৪ অক্টোবর) তাঁকে আদালতে হাজির হতে

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X