The Our Don Don Special মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীরসঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীরসঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ




ডন প্রতিবেদন : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকেরসঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেছেন।

রবিবার (২৯ আগস্ট) এ সাক্ষাৎকালে বাংলাদেশেরসঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার থিয়েটার রোডের ৮ নম্বর বাড়ি বাংলাদেশের নিকট হস্তান্তরের অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন :   দুঃখজনক : রাঙামাটিতে শিক্ষিকার গলাকাটা লাশ উদ্ধার!

এ ছাড়া বির মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি, বির মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, মুজিবনগরে স্বাধিনতা সড়ক নির্মাণ বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী এ সময় মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার এবং জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে জিবনদানকারি ভারতের মিত্রবাহিনির কিছু সদস্যকে বাংলাদেশ সরকার সম্মাননা দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বাকি সদস্যদের সম্মাননা দেওয়ার জন্য সময় ঠিক করতে হাইকমিশনারকে অনুরোধ করেন।

আরও পড়ুন :   সোমবার থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ‘না’।

এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পরিক্ষিত। মিত্রবাহিনির সদস্যদের সম্মাননা প্রদান বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। আগামি ৬ ডিসেম্বর (ভারত কর্তৃক বাংলাদেশকে স্বিকৃতি প্রদান দিবসে) মুক্তিযুদ্ধে আত্মদানকারি ভারতের মিত্রবাহিনীর সদস্যদের সম্মাননা দেওয়া যেতে পারে বলেই জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়নের ভূয়সি প্রশংসা করেন। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় জনগণও বঙ্গবন্ধুকে অত্যন্ত শ্রদ্ধা করে বলেই তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন :   পর্দা উঠেছে বঙ্গবন্ধু বিপিএলের। বরিশালকে ১২৬ রানের টার্গেট দিলো চট্টগ্রাম।

বাংলাদেশের মহান স্বাধিনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে বাংলাদেশের জনগণের আনন্দের অংশিদার হতে ভারত ইচ্ছুক বলেও জানান তিনি।

মন্ত্রী এ সময় ভারতের হাইকমিশনারকে ‘সিক্রেট ডকুমেন্ট অব ইন্টিলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থটি উপহার দেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Author

Leave a Reply

Related Post

এবার কারাগারে নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন বাবুলের।এবার কারাগারে নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন বাবুলের।



ডন সংবাদদাতা, চট্টগ্রাম : স্ত্রী খুনের মামলায় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার এবার নিজের নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন করেছেন। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X