The Our Don Don Entertainment ‘অসংখ্য অভিনন্দন বন্ধু’ ফারুকীকে লিখলেন ‘ফারাজ’ পরিচালক হংসল

‘অসংখ্য অভিনন্দন বন্ধু’ ফারুকীকে লিখলেন ‘ফারাজ’ পরিচালক হংসল




নিজস্ব প্রতিবেদন, ডন : চার বছর আটকে থাকার পর শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা থাকছে না বলে জানিয়েছেন আপিল বোর্ড সদস্যরা। খুব শিগগিরই এ–সংক্রান্ত চিঠিও ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকের কাছে পৌঁছে যাবে। এরই মধ্যে ‘শনিবার বিকেল’ ছবিটি মুক্তিতে বাধা না থাকার খবরটি বলিউডের মুক্তি প্রতীক্ষিত ‘ফারাজ’ নির্মাতা হংসল মেহতার কাছেও পৌঁছে গেছে। তিনি বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছেন। সেখানে তিনি ফারুকীকে বন্ধু বলে সম্বোধন করেছেন। উত্তরে ফারুকীও তাঁর বিদেশি বন্ধুকে ভালোবাসা জানিয়েছেন।

‘শনিবার বিকেল’ ছবিটি মুক্তিতে বাধা না থাকার খবরটি শোনার পর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ফারুকী। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘চার বছর ধরে শনিবার বিকেল নিয়ে যখন স্ট্রাগল করতেছিলাম, তখন নিজেরে অদরকারি ভাবার সাথে যে অনুভূতিটা আমাকে গ্রাস করত, সেটা হলো একাকিত্ব। কিন্তু এই কয় মাস “শনিবার বিকেল” মুক্তির দাবিতে ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশের কলিগ, আমাদের দর্শক ভাই-বোন এবং সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে কণ্ঠ উঁচু করেছেন, তাতে আমি আর একা বোধ করি নাই। মনে হয়েছে আমি অনেকের সাথে আছি, মাঝে আছি। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ছবিটার মুক্তির জন্য নেপথ্যে যে ভাই-বোনেরা কাজ করেছেন, তাঁদের সবাইকে সালাম। পত্রপত্রিকা, ফেসবুক পেজ বা গ্রুপ সবার প্রতি কৃতজ্ঞতা।’

আরও পড়ুন :   পরীমনিকে ‘অতিরিক্ত’ দুই দফায় রিমান্ড : ক্ষমা চাইলেন দুই বিচারক

কথায় কথায় মোস্তফা সরয়ার ফারুকী এ–ও বলেন, ‘আমিও পত্রিকা মারফত জেনেছি, আপিল বোর্ড “শনিবার বিকেল” ছবিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উনারা হয়তো উনাদের ছোট কিছু অবজারভেশন জানাবেন, যেটা ডিটেইল এখানে আলোচনা করতে চাচ্ছি না। আমরা আশা করি উনারা দ্রুতই আমাদের এই বিষয়ে চিঠি দিবেন, যাতে আগামী শুক্রবার বা তার পরের শুক্রবার ছবিটা মুক্তি পায়। মোট কথা “ফারাজ”-এর সাথে বা আগেই ছবিটা মুক্তির ব্যবস্থা করব ইনশা আল্লাহ। এই সুযোগে আমি আপিল বিভাগের বিজ্ঞ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। শেষে একটা কথা বলতে চাই, আমার মতো এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেন কোনও ফিল্মমেকার না যায়। আমরা বাঁচি আর কয় দিন। কাজের সময় খুব কম। এইভাবে তা অপচয়ের কোনও মানে নাই।’

আরও পড়ুন :   ‘বাবার ব্যবসায় লস’ নিয়ে গানে ছেলে জনপ্রিয়।

আরও পড়ুন :   পরিচালক কাজল আরেফিন আর নেই।

এই পোস্টের মন্তব্যের ঘরে হংসল মেহতা লিখেছেন, ‘অসংখ্য অভিনন্দন বন্ধু, উইথ লাভ ফ্রম আদার সাইড।’

‘আপিল কমিটির কাঁধে বাংলাদেশের আত্মমর্যাদার ভার’ ১৮ জানুয়ারি দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন ‘শনিবার বিকেল’ ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। আপিল কমিটি বাংলাদেশের আত্মমর্যাদার কথা ভেবেছেন বলে মনে করছেন এই নির্মাতা। আর তাই তো ‘শনিবার বিকেল’ ছবিটি মুক্তিতে এখন আর কোনও বাধা নেই বলে তাঁরা সরাসরি জানিয়ে দিয়েছেন। আপিল বোর্ডের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বেলা আড়াইটায় এই তথ্য নিশ্চিত করেন।

About Author

Leave a Reply

Related Post

মুক্তি পাচ্ছে দিতি-মিজুর ‘এ দেশ তোমার আমার’মুক্তি পাচ্ছে দিতি-মিজুর ‘এ দেশ তোমার আমার’



ডন প্রতিবেদন : ২০১৬ সালে মারা যান অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। পরের বছর ২৭ মার্চ মারা যান খল অভিনেতা মিজু আহমেদ। প্রয়াত এই দুই শিল্পীর শেষ সিনেমা এ দেশ তোমার

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X