The Our Don Don Religion ২৬ জানুয়ারি আগারগাঁওয়ে প্রথমবারের মতো হবে সরস্বতী পূজা

২৬ জানুয়ারি আগারগাঁওয়ে প্রথমবারের মতো হবে সরস্বতী পূজা




নিজস্ব প্রতিবেদন, ডন : আসছে ২৬ জানুয়ারি রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকায় সর্বপ্রথম অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। এ পূজার আয়োজন করা হয়েছে সরকারি সংগীত কলেজ প্রাঙ্গণে। বিষয়টি রোববার (২২ জানুয়ারি) আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য সচিব প্রবীর চন্দ্র দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

আরও পড়ুন :   হজের খরচ ৩০ শতাংশ কমালো সৌদি সরকার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

প্রিয় মহোদয়,

আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগারগাঁও প্রশাসনিক এলাকায় বাংলাদেশের দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানসহ প্রায় সত্তরটির মতো সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থা, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এতোগুলো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও ইতোপূর্বে এ এলাকায় সম্মিলিতভাবে কোনও সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় নি। এবারই প্রথম আগারগাঁও প্রশাসনিক এলাকার সকল প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সরকারি সংগীত কলেজ প্রাঙ্গণে সরস্বতী পূজার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন :   নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় আরেকজন গ্রেপ্তার।

আরও পড়ুন :   ওবায়দুল কাদেরকে ‘ধন্যবাদ’-আইনমন্ত্রীর ‘ইউটার্ন’ ও পররাষ্ট্রমন্ত্রীকে ‘ধিক্কার’

এ অবস্থায় পূজার দিনের সচিত্র প্রতিবেদন প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।

About Author

Leave a Reply

Related Post

নূপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ।নূপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ।

0 Comments ">3:16 PM


আনন্দবাজার পত্রিকা : বিতর্কিত মন্তব্যের জেরে আরও বিপাকে বিজেপির নিলম্বিত (সাসপেন্ড) জাতীয় মুখপাত্র নূপুর শর্মা। বিজেপি নেত্রীকে এবার তলব করলো মুম্বাই পুলিশ। আগামী ২৫ জুন নূপুরকে হাজিরা দিতে সমন পাঠানো

সুইডেনে কোরআন পোড়ানোর পরিকল্পনার ঘটনায় বাংলাদেশের নিন্দা।সুইডেনে কোরআন পোড়ানোর পরিকল্পনার ঘটনায় বাংলাদেশের নিন্দা।

0 Comments ">10:38 PM


ডন প্রতিবেদন : সুইডেনে একটি উগ্র ডানপন্থী চরমপন্থী গোষ্ঠী কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর পরিকল্পনার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X