The Our Don Don Special খাগড়াছড়ির মাইসছড়িতে ভূমি বেদখলের প্রতিবাদে সমাবেশ

খাগড়াছড়ির মাইসছড়িতে ভূমি বেদখলের প্রতিবাদে সমাবেশ




নিজস্ব প্রতিবেদক, আওয়ার ডন ও বাঙলার কাগজ; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে বহিরাগত কর্তৃক ভূমি বেদখল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ২টার সময় মহালছড়ি উপজেলা ভূমি রক্ষা কমিটি এ বিক্ষোভের আয়োজন করে।

আরও পড়ুন :   ঐতিহাসিক মুজিবনগর দিবস রোববার।

সমাবেশে ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দরা বলেন, ‘দীর্ঘদিন ধরে মাইসছড়ির জয়সেন পাড়া ও বদানালা এলাকায় প্রশাসনের প্রত্যক্ষ মদদে বহিরাগত সেটলার বাঙালিরা পাহাড়িদের ভূমি বেদখলের প্রচেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে গত ২১ জুলাই দুপুরে আব্দুল লতিফ নামে এক বহিরাগত সেটলার একদল সেনা সদস্যকে সঙ্গে নিয়ে বদানালা গ্রামে পাহাড়িদের ভূমি বেদখল ও ঘরবাড়ি ভেঙে দেওয়ার চেষ্টা চালিয়েছে। ইতোপূর্বে বহুবার সেটলাররা পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের মতো ঘটনা সংঘটিত করেছে। কিন্তু এসব ঘটনার কোনও বিচার হয় নি।’

আরও পড়ুন :   কমলগঞ্জে কিশোর-কিশোরী ক্লাবে জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ 

নেতৃবৃন্দরা আরও বলেন, ‘আমাদের নিজেদের ভূমি ভোগ-দখল করার অধিকার রয়েছে। তাই আমরা প্রাণ দিয়ে হলেও আমাদের ভূমি রক্ষা করবো।’

আরও পড়ুন :   পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করলো মিয়ানমারের বিজিপি

বিক্ষোভ থেকে ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে মাইসছড়িসহ মহালছড়ি উপজেলায় ভূমি বেদখল প্রচেষ্টা বন্ধ করা, বেদখলকৃত ভূমি ফেরতদান ও সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসনের দাবি জানান।

About Author

Leave a Reply

Related Post

স্বরাষ্ট্রমন্ত্রী : দুর্গাপূজায় মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক।স্বরাষ্ট্রমন্ত্রী : দুর্গাপূজায় মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক।



ডন প্রতিবেদন : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আসন্ন দুর্গাপূজায় দেশের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। সব মণ্ডপে র‍্যাব-পুলিশ, স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত এবং আনসার বাহিনীর সদস্যরা

প্রধানমন্ত্রী : দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষিণাঞ্চলেই হবেপ্রধানমন্ত্রী : দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষিণাঞ্চলেই হবে



বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎকে দেশের উন্নয়নের চাবিকাঠি আখ্যায়িত করে বলেছেন, তাঁর সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে দেশের দক্ষিণাঞ্চলেই আরেকটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপন করবে। তিনি বলেন, ‘আরেকটি

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X