The Our Don Don City Corporation রংপুর সিটি : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার ডালিয়া

রংপুর সিটি : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার ডালিয়া




নিজস্ব প্রতিবেদক, ডন; রংপুর : রংপুরের সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, ভোটের পরিবেশ চমৎকার রয়েছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরবাসী ভোট দিতে কেন্দ্রে আসছেন। নৌকার জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।

তিনি বলেন, বিজয়ী হয়ে আমি নগরবাসীকে দেওয়া ইশতেহারগুলো বাস্তবায়ন করে একটি তিলোত্তমা নগরী হিসেবে রংপুর সিটিকে গড়বো।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মেয়রপ্রার্থী ডালিয়া বলেন, রংপুরের মানুষ নৌকাকে সমর্থন করেছে, জয় হবে নৌকা প্রতীকের। ভোট সুষ্ঠু ভোট হচ্ছে, রংপুরের মানুষ নৌকার সঙ্গে আছে।

আরও পড়ুন :   দুই সিটিতেই ‘তেল চুরির বিনিময়ে’ গাড়ি চালান পরিচ্ছন্নতাকর্মীরা। দেওয়া হচ্ছে না বৈধ নিয়োগ।

রংপুরের নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তাসহ দুজন কনস্টেবল, দুজন অস্ত্রধারী আনসার, ১০ জন আনসার-ভিডিপি সদস্যসহ মোট ১৫ জনকে মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ ৮৬টি ভোটকেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তাসহ তিনজন কনস্টেবল, দুজন অস্ত্রধারী আনসার ও ১০ জন আনসার-ভিডিপি সদস্যসহ মোট ১৬ জনকে মোতায়েন করা হয়েছে। নগরীর ৩৩টি ওয়ার্ডে ১১ প্লাটুন বিজিবি, ১৭টি র্যাবের টিম, পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে একটি করে মোবাইল ফোর্স, ১১টি স্ট্রাইকিং ফোর্স ও ছয়টি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স  টহলে রয়েছে।

এ ছাড়া নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় নগরীর ৩৩টি ওয়ার্ডের জন্য ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৬ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি ২২৯টি কেন্দ্রের সবগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করার সঙ্গে ভোটগ্রহণে পর্যবেক্ষণে বসানো হয়েছে এক হাজার ৮০৭ সিসিটিভি ক্যামেরা। কার্যালয় থেকে এসব ক্যামেরা মনিটরিং করবেন নির্বাচন কমিশনসহ রিটার্নিং কর্মকর্তারা। মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।

আরও পড়ুন :   ঢাকার বাইরে স্থায়ী আবাস্থল খোঁজার পরামর্শ প্রধানমন্ত্রীর।

এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। ২২৯টি কেন্দ্রের বুথ সংখ্যা ১ হাজার ৩৪৯টি।

আরও পড়ুন :   সড়ক দুর্ঘটনা : দক্ষিণ সিটির ময়লার ৯ জন ট্রাকচালক বরখাস্ত।

নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

About Author

Leave a Reply

Related Post

রংপুর সিটিতে নতুন যুক্ত হওয়া এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি ডালিয়াররংপুর সিটিতে নতুন যুক্ত হওয়া এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি ডালিয়ার



নিজস্ব প্রতিবেদক, ডন ও বাঙলার কাগজ; রংপুর : নির্বাচিত হলে রংপুর সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর উন্নয়নে মন দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হোসনে

ঘাটারচর-কাঁচপুর রুটে বাস চালাতে মালিকদের অসহযোগিতা। বিআরটিসি দিয়ে শুরু ২৬ ডিসেম্বর।ঘাটারচর-কাঁচপুর রুটে বাস চালাতে মালিকদের অসহযোগিতা। বিআরটিসি দিয়ে শুরু ২৬ ডিসেম্বর।



ডন প্রতিবেদন : ঘাটারচর থেকে কাঁচপুর রুটে আগামী পয়লা ডিসেম্বর থেকে কোম্পানির মাধ্যমে বাস চালু হচ্ছে না। বাসমালিকদের অসহযোগিতার কারণে বিআরটিসির ৩০টি বাস দিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে এ রুটে

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X