The Our Don Don Sports হোম অব ক্রিকেটে আজই সিরিজ জিততে চান টাইগারেরা

হোম অব ক্রিকেটে আজই সিরিজ জিততে চান টাইগারেরা




নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ : ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দল বাংলাদেশ। ২০১৬ সালের পর সাতটি ওয়ানডে সিরিজ জেতার দৌড়ে ছিলেন টাইগারেরা। তবে বিশ্ব চ্যাম্পিয়নরা এসে যেনো সব কিছু গুঁড়িয়ে দেয়। ২-১ ব্যবধানে জিতে নেয় ওয়ানডে সিরিজ। তবে ওয়ানডে সিরিজ হাত থেকে ‘ফসকে গেলেও’ টাইগারদের নজর বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে ইংলিশদের বধ করা। আজ রোববার (১২ মার্চ) জিতে একটি সিরিজ নিজেদের করে রাখা। আর বাটলারদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জেতার আত্মবিশ্বাসীও হয়ে উঠেছে প্রথম ম্যাচ জেতার পর। মিরপুরের হোম অব ক্রিকেটে আজ বিকেল ৩টায় টাইগারেরা নিশ্চিত করতে চায় সিরিজ।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশে সব সময়ই আন্ডারডগ দল। তবে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে চট্টগ্রামে প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার পর যেন আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তারা। বর্তমানে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দলে কিছু সিনিয়র খেলোয়াড় থাকলেও টি-টোয়েন্টি দলে এখন তারুণ্যের জয়জয়কার। বল হাতে কিংবা ব্যাট হাতে দলকে জেতাতে তারা রাখছেন বড় ভূমিকা। আর সামনে থেকে এ তরুণদের অলরাউন্ড পারফরম করে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন :   চতুর্থবারের মতো সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন।

এদিকে প্রথম ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হলেও সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে সাকিবদের চিরচেনা গ্রাউন্ড মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ইংল্যান্ড সিরিজে এবার টাইগারদের মিরপুরে এখনো কোনো সুখকর স্মৃতি নেই। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচেই হেরেছে এই মাঠে। তাই আজ টাইগারেরা চেষ্টা করবেন নিজেদের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের বধ করে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মাধ্যমে সুখকর স্মৃতি তৈরি করা।

আরও পড়ুন :   কুমিল্লার সঙ্গে ফাইনালে কে, সিলেট না রংপুর?

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ফোকাস সম্পর্কে জানান দলের তরুণ পেস বোলার হাসান মাহমুদ। শনিবার অনুশীলন শেষে মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বেলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘ওয়ানডে তো এখন শেষ। টি-টোয়েন্টির দিকে ফোকাস। আমরা ওদেরকে প্রথম ম্যাচে হারিয়েছি। এখন মোমেন্টাম অবশ্যই আমাদের দিকে। চেষ্টা থাকবে এটা ধরে রাখার।’

এর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাটলারদের বিরুদ্ধে বড় জয় তুলে নেয় সাকিব বাহিনী। সেই ম্যাচে আগে বোলিং করে কিছুটা চাপের মুখেই পড়েন টাইগার বোলাররা। তবে শেষ ১০ ওভারে যেন অন্যরকম বোলিং আক্রমণ চালায় সাকিব বাহিনী। একে একে ধসিয়ে দেয় ইংলিশদের টপ ওয়ার্ডারের ব্যাটারদের। আটকে ফেলে ১৫৬ রানেই। জবাবে ব্যাট করতে নেমে দলের তরুণ ব্যাটার নাজমুল হোসেন শান্তর ঝোড়ো ব্যাটিংয়ে অর্ধশত রানের সঙ্গে আট বছর পর দলে যুক্ত হওয়া রনি তালুকদার এবং অভিষেক হওয়া তৌহিদ হৃদয় এর মাঝারি ইনিংসে জয়ের জন্য অনেক খানি এগিয়ে যায় বাংলাদেশ দল। শেষে অধিনায়ক সাকিব আল হাসান আর আরেক তরুণ ব্যাটার আফিফ হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ ওভার বাকি থাকতেই তুলে নেয় ৬ উইকেটে বড় জয়।

আরও পড়ুন :   জয়ের কাছে ইংল্যান্ড

About Author

Leave a Reply

Related Post

১৪ লাখ টাকায়ও মিলছে না বিশ্বকাপ ফাইনালের টিকিট!১৪ লাখ টাকায়ও মিলছে না বিশ্বকাপ ফাইনালের টিকিট!



নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ : শেষবার ১৯৮৬ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের সুযোগ পাচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নেরা। এর জন্য আর মাত্র এক ধাপ দূরে

চতুর্থবার বিপিএলে দেশসেরা কুমিল্লা ভিক্টোরিয়ান্সচতুর্থবার বিপিএলে দেশসেরা কুমিল্লা ভিক্টোরিয়ান্স



নিজস্ব প্রতিবেদন, ডন : মাশরাফি বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সকে হারতেই হলো। মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে কুমিল্লা ৭ উইকেট আর ৪ বল হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X