The Our Don Don Special পর্যাপ্ত ফোর্স থাকলে দুই দলকে সমাবেশের অনুমতি : ডিএমপি কমিশনার

পর্যাপ্ত ফোর্স থাকলে দুই দলকে সমাবেশের অনুমতি : ডিএমপি কমিশনার




নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্টের নিরাপত্তা আগে নিশ্চিত করবো। এরপর যদি পর্যাপ্ত ফোর্স থাকে, তাহলে (রাজধানীতে শুক্রবার) দুই রাজনৈতিক দলকে (আওয়ামী লীগ ও বিএনপি) সমাবেশের অনুমতি দেওয়া হবে।’

আরও পড়ুন :   খয়েরি হারাতে লাল-সবুজের লক্ষ্য এখন ১৪৩

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী ২৯ জুলাই (শনিবার) শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পর্যাপ্ত নিরাপত্তা সদস্যের ব্যবস্থা করতে পারলে দুই দলকে তাঁদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হতে পারে।’

আরও পড়ুন :   ছবিতে ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশে লালগালিচা সংবর্ধনা

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে। তবে ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

আরও পড়ুন :   হোটেল অবরোধকারীদের আইনের আওতায় আনবেন সোমালিয়ার প্রধানমন্ত্রী।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। আর জনগণের জানমালের নিরাপত্তার জন্য বিএনপির সমাবেশের দিন মাঠে থাকছে আওয়ামী লীগ। এতে সংঘাতের আশঙ্কা সৃষ্টি হচ্ছে। আবার এবারের কর্মসূচিতে বিএনপি সরকারকে আলটিমেটাম দিতে পারে বলেই জানা গেছে। এক্ষেত্রে বিএনপি হেফাজতের মতো বসে যেতে পারে বলেও জানিয়েছে সূত্র।

About Author

Leave a Reply

Related Post

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ১ জেব্রার মৃত্যু।বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ১ জেব্রার মৃত্যু।



ডন প্রতিবেদন : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ দুটি জেব্রার মধ্যে একটির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ১০টি জেব্রার মৃত্যু হলো। সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির এ

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X