The Our Don Don Health ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে ট্রেইনি চিকিৎসকেরা

ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে ট্রেইনি চিকিৎসকেরা




ডন প্রতিবেদন : মাসিক ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন ট্রেইনি চিকিৎসকরা। শনিবার (৮ জুলাই) বেলা ১১টা থেকে ধর্মঘট পালন করছেন তাঁরা। পাশাপাশি কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশও করছেন। ট্রেইনি চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা মাসে ২০ হাজার টাকা ভাতা পান। এ ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি তাঁদের।

আরও পড়ুন :   সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবলে পরিচালনার নির্দেশ।

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসেন বলেন, ‘ছয় মাস ধরে আমাদের সমস্যাগুলো জানাতে এবং ভাতা বাড়াতে সরকারের নানা দপ্তরে যাচ্ছি। সবাই বলছেন, আমাদের দাবি যৌক্তিক। কিন্তু সে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে কর্মবিরতির ডাক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

আরও পড়ুন :   সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

এ বিষয়ে হাসপাতালের পরিচালকেরা বলছেন, প্রতিটি হাসপাতাল ডেঙ্গু আক্রান্ত রোগীতে সয়লাব। এখন শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে চিকিৎসা সেবায় বিপর্যয় নেমে আসতে পারে। কারণ, প্রতিটি সরকারি হাসপাতালেই চিকিৎসা দেন এ চিকিৎসকরাই। তাঁদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান চিকিৎসকেরা।

আরও পড়ুন :   দিল্লিতে স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত।

জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে এফসিপিএস, এমডি, এমএস ডিপ্লোমা কোর্সের ডিগ্রিধারী এ চিকিৎসকরা মাত্র ২০ হাজার টাকা মাসিক ভাতা পান। তাঁদের দাবি, সরকারি অন্য পেশার লোকজন অনেক বেশি বেতন-ভাতা পাচ্ছেন। কিন্তু চিকিৎসকরা অবহেলার শিকার। তাঁদের নামে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা অপ্রতুল। এ কারণে তাঁদের ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন ট্রেইনি চিকিৎসকেরা।

About Author

Leave a Reply

Related Post

কুড়িগ্রামের চরজুড়ে ভুট্টার আবাদ। বিস্তীর্ণ বালুচর এখন সবুজের সমারোহ।কুড়িগ্রামের চরজুড়ে ভুট্টার আবাদ। বিস্তীর্ণ বালুচর এখন সবুজের সমারোহ।



ডন সংবাদদাতা, শাহীন আহমেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার ধরলা ও ব্রহ্মপুত্রের অববাহিকার চরগুলো এখন সবুজের সমারোহ। চরের বাসিন্দারা ‘সনাতনী ফসল’ আবাদের পাশাপাশি এখন বাড়তি আয়ের জন্য আবাদ করছেন অর্থকরী ফসল

হঠাৎ হাসপাতালে মাশরাফি। ৮ চিকিৎসক শোকজ।হঠাৎ হাসপাতালে মাশরাফি। ৮ চিকিৎসক শোকজ।



ডন প্রতিবেদন : নড়াইল সদর হাসপাতালের ৮ জন চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে হাসপাতালের দুজন মেডিকেল প্যাথোলজিস্ট ও একজন আউটসোর্সিংয়ের কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৮

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X