The Our Don Don World ভারত : বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে

ভারত : বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে




নিজস্ব প্রতিবেদন, ডন ও বাঙলার কাগজ : বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে‒ এমনটাই চাওয়া ভারতের। বৃহস্পতিবার (৩ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই মন্তব্য করেন।

আরও পড়ুন :   ২৭ দিনের লড়াই শেষ। স্তব্ধ হলো কোকিলকণ্ঠ। অন্য সুরলোকে চলে গেলেন লতা মঙ্গেশকর।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন, ভোট সেভাবেই হবে। সবকিছু তাঁরাই নির্ধারণ করবেন।

আরও পড়ুন :   শ্রিংলারসঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী : জলবিদ্যুৎ উৎপাদন করে ঢাকা-দিল্লি উপকৃত হতে পারে।

অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছানুসারেই হবে। ভারত গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে। তবে এখনই সে বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে ভারত নেই। ভারত চায় সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক।

আরও পড়ুন :   ৭০৭ ইউনিয়নে নির্বাচন বুধবার। সকল প্রস্তুতি সম্পন্ন।

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে কোনও মন্তব্য করেন নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

About Author

Leave a Reply

Related Post

বাংলাদেশে আসা আফগানিস্তানের ক্রিকেট দলে করোনার হানা।বাংলাদেশে আসা আফগানিস্তানের ক্রিকেট দলে করোনার হানা।



ডন প্রতিবেদন : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দিন কয়েক আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুটি সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে তাঁরা। তবে দল ঘোষণার

মাছ তো নয় যেনো কোলবালিশ!মাছ তো নয় যেনো কোলবালিশ!



ডন প্রতিবেদন : ভারতের সুন্দরবনের কপূরা নদীতে শুক্রবার (২২ অক্টোবর) মাছ ধরতে গিয়েছিলেন কয়েকজন জেলে। হঠাৎ এক জেলের জালে উঠে আসে বিশালাকৃতির একটি ভোল মাছ! পরে সেটি ঘাড়ে করে দক্ষিণ

প্রিয় পাঠক, ভালো মানুষ এবং ভালো কাজের প্ল্যাটফর্ম আওয়ার ডনে আপনাকে স্বাগতম

X